Srabanti Chatterjee: টলিউড ডিভা শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়। লেটেস্ট ফটোশ্যুটে কালো পোশাকে তাক লাগালেন অভিনেত্রী। ৩৫ বছর বয়সে তাঁর গ্ল্যামার দেখে মুগ্ধ ভক্তরা। চোখ সরানো দায় এই টলি সুন্দরীর থেকে।
1/6টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়। কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই চর্চায় থাকেন তিনি। সর্বত্রই স্পটলাইট থাকে তাঁর উপর। এই মুহূর্তে আগামী ছবি ‘হাঙ্গামা’র শ্যুটিংয়ে কালিম্পংয়ে রয়েছেন টলিউড সুন্দরী। নিত্যদিন নেটমাধ্যমে আউটডোর শ্যুটিংয়ের আপডেট শেয়ার করছেন।
2/6কর্মব্যস্ততার ফাঁকেই নেটমাধ্যমে লেটেস্ট ফটোশ্যুটের ছবি শেয়ার করলেন শ্রাবন্তী। ছবিতে কালো ব্রা কাটিং টপের সঙ্গে কালো লেসের প্যান্ট পরে ধরা দিয়েছেন অভিনেত্রী। খোলা ঢেউ খেলানো চুলে লাস্যময়ী লুকে নায়িকা।
3/6পোশাকের সঙ্গে মানানসই মেকআপ, স্মোকি আইস্যাডো, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগিয়েছেন। কানে বড় রিং দুল এবং হাতে রিসলেট, আংটি পরেছেন নায়িকা।
4/6ফটোশ্যুটের বেশ গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন এই টলিউড ডিভা। তাঁর থেকে চোখ সরানো দায় নেটিজেনের। ভারতীয় হোক কিংবা পশ্চিমী পোশাক, যে কোনও সাহসী পোশাকে নিজেকে মেলে ধরেন নায়িকা।
5/6শ্রাবন্তীর নতুন ফটোশ্যুটে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন। বয়স সে শুধু সংখ্যামাত্র অভিনেত্রীর এই ছবি যেন সেকথাই বলছে। ৩৫-এর শ্রাবন্তী যে কোনও অষ্টাদশীকে হার মানাবে অনায়াসেই।
6/6ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে ‘হাঙ্গামা ডট কম’। সম্পূর্ণ হাসির মোড়কে মোড়া এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। আপাতত আউটডোর শ্যুটিংয়ে ব্যস্ত নায়িকা।