বাংলা নিউজ > বায়োস্কোপ > Srabanti-Nikhil: নিখিল-শ্রাবন্তীর নতুন সমীকরণ ঘিরে হইচই টলিপাড়ায়, কী বললেন নুসরতের ‘স্বামী’?

Srabanti-Nikhil: নিখিল-শ্রাবন্তীর নতুন সমীকরণ ঘিরে হইচই টলিপাড়ায়, কী বললেন নুসরতের ‘স্বামী’?

শ্রাবন্তী ও নিখিল 

টলিউডের সমীকরণ বোঝা দায়!

টলিউডের সমীকরণ বোঝা বেশ মুশকিল! সম্পর্কের রঙ এখানে ঘনঘন পালটায়। আজ দোস্তি তো কাল মুখ দেখাদেখি বন্ধ। যদি আপনাকে কেউ প্রশ্ন করে দুই টলি সুন্দরী. নুসরত আর শ্রাবন্তীর মধ্যে কমন ফ্যাক্টর কী? তাহলে অভিনয়ের পাশাপাশি উঠে আসবে দুই নায়িকার ভাঙা সংসারের গল্প। তৃতীয় বিয়ের বছর দেড়েকের মাথাতেই এক ছাদের তলায় থাকেন না রোশন-শ্রাবন্তী, যদিও আইনত এখনও তাঁরা স্বামী-স্ত্রী। অন্যদিকে, নুসরত-নিখিলের বিয়ের বৈধতা নিয়েই রয়েছে প্রশ্ন। সেই বিষয়টি আপতত আদালতে বিচারাধীন। 

এবার ভালো বান্ধবী নুসরতের প্রাক্তন ‘সহবাস সঙ্গী’ (নুসরতের তেমনই দাবি) নিখিল জৈনের সঙ্গে নতুব সম্পর্ক গড়ে তুলেছেন শ্রাবন্তী, তবে এটি সম্পূর্নরূপে পেশাদার সম্পর্ক। নিখিলের বস্ত্রবিপণি-র হয়ে গ্ল্যামারাস ফটোশ্যুটে ধরা দিলেন শ্রাবন্তী। 

কালো এবং বেগুনি রঙা লেহেঙ্গায় মোহময়ী অবতারে লেন্সবন্দি শ্রাবন্তী। খোলা চুল, লাল লিপস্টিক আর ঝোলা দুলে নিজেকে সাজিয়েছেন নায়িকা। শ্রাবন্তীর ছবিতে ঋণ স্বীকার দেখলে জানা যায় নিখিলের বস্ত্র বিপণির নাম সেখানে জ্বলজ্বল করছে। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করে নিয়েছেন নিখিল। 

নিখিলের দুটি বস্ত্র বিপণির হয়ে নিয়মিত শ্যুট করেন টলিপাড়ার একাধিক সুন্দরী। সঞ্জনা বন্দ্যোপাধ্যায় এখন এই ব্র্যান্ডের মুখ। নুসরতের সঙ্গে বিয়ের মাস কয়েকের মধ্যেই, ২০২০-র জানুয়ারিতে নিখিল সূচনা করেছিলেন এই ক্লোথিং লাইনের, নুসরত সেই সময় এটিকে নিজের ‘সন্তান’ বলে দাবি করেছিলেন। 'ইউভ' এর জন্ম নসুরতের ভাবনায়। তবে তার সঙ্গেও আর কোনও সম্পর্ক নেই নুসরতের। মাত্র কয়েক মাসের ব্যাবধানে সেই ইকুয়েশন পুরোপুরিভাবে বদলে গিয়েছে। শ্রাবন্তীর আচমকা ইউভের হয়ে শ্যুট করা প্রসঙ্গে নিখিলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শ্রাবন্তী আমার ভাল বন্ধু। আমাদের পোশাকগুলি ওর ভাল লেগেছিল। তাই ও শ্যুট করেছে’। 

নিখিলের ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তী 
নিখিলের ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তী 

তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার নিখিল জৈনের ডিজাইন করা শাড়ি বা লেহেঙ্গায় লেন্সবন্দি হয়েছেন শ্রাবন্তী। অন্যদিকে নুসরতও শ্রাবন্তীর ঘনিষ্ঠ বান্ধবী, সুতরাং এই টলি সুন্দরী কিন্তু প্রাক্তন জুটি নুসরত-নিখিল দুজনের সঙ্গেই বন্ধুত্বের সম্পর্ক ব্যালেন্স করে চলছেন।


বায়োস্কোপ খবর

Latest News

‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন চোখ মেলানোর সাহস ছিল না! ধোনির ড্রেসিংরুমের কীর্তি ফাঁস একদা সতীর্থের বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.