বাংলা নিউজ > বায়োস্কোপ > Srabanti-Abhirup: নবমীতে কালো নেটের শাড়িতে 'সেক্সি' শ্রাবন্তী, রূপ দেখেই 'ঘায়েল' প্রেমিক অভিরূপ!

Srabanti-Abhirup: নবমীতে কালো নেটের শাড়িতে 'সেক্সি' শ্রাবন্তী, রূপ দেখেই 'ঘায়েল' প্রেমিক অভিরূপ!

শ্রাবন্তীতে ঘায়েল অভিরূপ

গোপন কথা রইল না গোপনে! রাখঢাক না রেখে প্রকাশ্যেই শ্রাবন্তীর প্রশংসা অভিরূপের, পালটা ভালোবাসায় মুড়ে দিলেন নায়িকা। 

শ্রাবন্তীর সঙ্গে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেম এখন টলিপাড়ার ওপেন সিক্রেট। যদিও মুখে নিজেদের সম্পর্ককে কেবল বন্ধুত্ব বলেই চালাচ্ছেন রোশন সিং-এর স্ত্রী শ্রাবন্তী! হ্যাঁ, আইনি পথে হেঁটে এখনও আলাদা হয়নি রোশন-শ্রাবন্তী, ডিভোর্স মামলা কোর্টে বিচারাধীন। কিন্তু সব জায়গাতেই শ্রাবন্তীর পাশে এখন অভিরূপ। পুজোর আনন্দ একসঙ্গেই ভাগ করে নিয়েছেন এই চর্চিত প্রেমিক জুটি। আজকাল তো সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ্যে দুজনের ‘প্রেমালাপ’!

নবমীর রাতেও একসঙ্গেই সময় কাটিয়েছেন শ্রাবন্তী-অভিরূপ। অভিনেত্রীর মিমির কসবার ফ্ল্যাটে একসঙ্গে জমিয়ে চলেছে আড্ডা। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নবমীতে একদম ছকভাঙা সাজে ধরা দিয়েছেন শ্রাবন্তী। এদিন কালো রঙের নেটের শাড়িতে মোহময়ী অবতারে ধরা দিয়েছেন নায়িকা। নেটের শাড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শ্রাবন্তীর মাখন ত্বক। শ্রাবন্তীর এই সৌন্দর্যে মুগ্ধ অভিরূপ। কোনও লুকোছাপা নয়, প্রকাশ্যেই শ্রাবন্তীর পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘এক্কেবারে অসাধারণ’ (Absolutely stunning)। অভিরূপের এই প্রশংসার জবাব দিতে ভোলেননি শ্রাবন্তী, পালটা উত্তরে লাল হৃদয়ের ইমোজি জুড়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন নায়িকা।

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই লাইমলাইটে থাকেন শ্রাবন্তী। অভিনেত্রীর কাজ নিয়ে যতটা না চর্চা হয়, তার থেকে বেশি চর্চা হয় ব্যক্তিগত জীবন নিয়ে। শ্রাবন্তীর পরপর তিনটে বিয়ে ভেঙেছে তবে আবারও প্রেমে পড়েছেন নায়িকা, সেই গুঞ্জন টলিপাড়ার সর্বত্র। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তাঁর প্রেমের চর্চা প্রায় এক বছর ধরে কানে আসছে। নায়িকার ঘনিষ্ঠমহলের কাছে শ্রাবন্তী-অভিরূপের সমীকরণ অজানা নয়, যদিও প্রকাশ্যে অভিরূপকে শুধুই ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন শ্রাবন্তী।

দিন কয়েক আগে জি ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন অভিরূপ তাঁর বিশেষ বন্ধু। অভিরূপের তিনটি ভালো দিক সম্পর্কে বলতে গিয়ে শ্রাবন্তী জানান, ‘মানুষ হিসেবে খুব ভালো, খুব পরিবারের দিকে নজর দেয়, যা আমার সবচেয়ে ভালো লাগে আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি। আর যেটা আমার খারাপ লাগে তা হল কাজের পর খুব ল্যাদ খায়। জিম করতে বলি তাও করে না।’

এই বন্ধুত্বের সম্পর্কে প্রেমের শিলমোহর কবে পড়বে? সেই প্রশ্নই এখন অনুরাগীদের মনে। নাকি এবারও গোপনে বিয়ে সেরে তবেই সুখবর দেবেন শ্রাবন্তী?

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.