২০১৯ সালে কাউকে কিচ্ছু না জানিয়ে চুপিচুপি পাঞ্জাবের চন্ডীগড়ে গিয়ে তৃতীয় বিয়েটা সেরে ফেলেছেন শ্রাবন্তী। তাঁর হ্যান্ডসাম বরকে দেখে মুগ্ধ হয়েছিল নেটপাড়া। তারপরই আলোচনায় উঠে আসেন রোশন সিং। কিন্তু শ্রাবন্তীর তিন নম্বর বিয়েও সুখের হয়নি। বছর ঘুরতেই আলাদা হয় দুজনে। ২০২০ সালের পুজোর ঠিক আগেই ছাদ আলাদা হয়েছিল রোশন-শ্রাবন্তীর। তবে আইনত আজও স্বামী-স্ত্রী দুজনে। চলছে ডিভোর্সের মামলা।
২০২১ সালে রোশনের থেকে ডিভোর্স চেয়ে আদালতে মামলা ঠুকেছিলেন নায়িকা। সেই মামলা এখনও ঝুলে, এর মাঝেই চর্চা রোশনের জীবনে নাকি উঁকি দিচ্ছে নতুন রোশনি! হ্যাঁ, এক সুন্দরীর সঙ্গে রোশনের বাহুলগ্না ছবি সামনে আসতেই হইচই। রোশন-শ্রাবন্তীর সংসার ভাঙার পর আঙুল উঠেছিল শ্রাবন্তীর দিকেই। কারণ আগেও দু-বার ভালোবাসার বিয়ে ভেঙেছে নায়িকার। তৃতীয় বারেও সংসার টেকেনি। ডিভোর্সের আগেই কখনও নায়ক তো কখনও পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছে শ্রাবন্তীর। কিন্তু এবার রোশনের জীবনেও নতুন বসন্ত!
শ্রাবন্তীর স্বামী রোশনের সমাজমাধ্যমের পাতায় দেখা গেল একটি ছবি, সেখানে কালো পাঞ্জাবি পরে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন রোশন। পাশে দাঁড়িয়ে তাঁকে মুগ্ধ হয়ে দেখছেন এক সুন্দরী। তাঁর পরনে সাদা ঢাকাই জামদানি এবং সোনালি রঙা ব্লাউজ। সাজ-পোশাকে বাঙালিয়ানার ঝলক। তবে সেই সুন্দরীর পরিচয় জানা যায়নি। নিন্দকরা বলছেন ইতিমধ্যেই নাকি বাগদান সেরে ফেলেছেন দুজনে। সেই নিয়ে ফিসফিসানি কম নয়। যদিও এই প্রেমের জল্পনা আদেও সত্যি কিনা তা অজানা। এই বিষয়ে রোশনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে মুখ খুলেছেন তাঁর আইনজীবী।
শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদের আগে কীভাবে এনগেজমেন্ট সম্ভব, তা নিয়ে ধন্দে সকলেই। রোশনের আইনজীবী টিভি নাইন বাংলাকে জানান, ‘এখনও ওদের (রোশন-শ্রাবন্তীর) ডিভোর্স হয়নি। আইনি বিচ্ছেদ না হওয়া পর্যন্ত কেউই এনগেজনেন্ট করতে পারবেন না।’
প্রসঙ্গত, ২০২১ সালের জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা দায়ের করেছিলেন রোশন। শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা রুজু করেছিলেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী। তারই জবাবে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন শ্রাবন্তী।
রোশনের সঙ্গে সংসার ভাঙার পর একই আবাসনের ব্য়বসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছিল। পরবর্তীতে এক জিম ট্রেনারের সঙ্গেও শ্রাবন্তীর ঘনিষ্ঠতা ছিল চর্চায়। সম্প্রতি ‘দেবী চৌধুরানি’ পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের জল্পনা ভেসে বেড়াচ্ছে টলিউডে। যদিও সেটাকে নেহাত গুজব বলেই উড়িয়ে দিয়েছে দুই পক্ষ।