শুক্রবার এক সাক্ষাত্কারে শ্রাবন্তী পুত্র, অভিমন্যু চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন ইউটিউবার স্যান্ডি সাহা। স্যান্ডি দাবি করেছিলেন অভিনেত্রীর পুত্র তাঁর সাহার যৌন পরিচয় নিয়ে অশ্রাব্য গালিগালাজ করেছে। বিতর্কের জল গড়াতেই এই বিষয় নিয়ে পালটা অভিযোগ এল শ্রাবন্তীর একমাত্র ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকের তরফে। নাম না করেই স্যান্ডি সাহার অভিযোগের কড়া জবাব দিল সদ্য ১৯শে পা রাখা এই তারকা পুত্র। স্যান্ডিকে ‘নির্বোধ গুন্ডা’ এবং ‘অ্যাটেনশন সিকার’ বলে আক্রমণ শাণান অভিমন্যু।
অভিমন্যু চট্টোপাধ্যায় নিজের ইন্সটা স্টোরিতে স্যান্ডির নাম না করে লেখেন,' সম্প্রতি এক নির্বোধ গুন্ডার ছড়ানো গুজবের ওপর ভিত্তি করে যদি আপনারা ভাবেন আমি হোমোফোবিক, তাহলে আমি সকলকে আবার জানাতে চাই, আমি একদমই হোমোফোবিক নয় এবং এলজিবিটি (LGBTQ) কমিউনিটিকে আমি পূর্ণ সমর্থন করি। এখানেই থেমে থাকেননি অভিমন্যু, তিনি অপর এক পোস্টে লেখেন, ‘দয়া করে কোনও বিষয়কে গুরুত্ব দেবেন না অথবা এন্টারটেন করবেন না যদি সেটা কোনও অ্যাটেনশন সিকার বলে থাকে’।
গোটা ঘটনা নিয়ে সংবাদমাধ্যমকেও আক্রমণ করেন অভিমন্যু। ফলোয়ারসদের কাছে তিনি জানতে চান, ‘কারা বিশ্বাস কর, আজকাল নিউজ চ্যানেলে যা দেখানো হয় সেটা সত্য ঘটনার উপর ভিত্তি করে নয়, বরং সেই সব বিষয় যা মানুষের মনোরঞ্জন করে’।
গোটা বিতর্কে ছেলের পাশে দাঁড়িয়েছেন শ্রাবন্তী। ছেলের ইনস্টাগ্রাম স্টোরি নিজের ইনস্টায় শেয়ার করে শ্রাবন্তী লেখেন, ‘আমার ছেলেকে নিয়ে আমি গর্বিত’।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি দাবি করেছিলেন, বৃহস্পতিবার রাতে স্যান্ডি তাঁর এক বন্ধুর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছিলেন, সেই সময় ওই বন্ধুর বাড়িতে হাজির ছিলেন অভিমন্যু। স্যান্ডি পরিচিত ভঙ্গিতে অভিমন্যুর সঙ্গেও কথা বলবার আবদার জানান। অভিমন্যুর দিকে ক্যামেরা তাক করতেই নাকি অকথ্য ভাষায় স্যান্ডির যৌন পরিচয় নিয়ে গালিগালাজ করেন শ্রাবন্তী পুত্র। স্পষ্ট জানান স্যান্ডির মতো মানুষের সঙ্গে কথা বলতে চায় না সে।
অভিমন্যুর এই ব্যবহারে মর্মাহত স্যান্ডি। শ্রাবন্তীকে মেসেজ করে গোটা ঘটনা জানিয়েছেন তিনি। যদিও এখনও জবাব মেলেনি। স্যান্ডির কথায়, ‘শ্রাবন্তীদি সমকামিতাকে চিরকাল সম্মান দিয়েছেন, সমর্থন করেছেন। তাঁর ছেলের মুখে এমন শব্দ শুনব ভাবতেও পারিনি’।