বাংলা নিউজ > বায়োস্কোপ > Abhimanyu-Damini: মায়ের মতোই রোম্যান্টিক শ্রাবন্তী-পুত্র, প্রেমিকাকে দারুণ সারপ্রাইজ অভিমন্যুর

Abhimanyu-Damini: মায়ের মতোই রোম্যান্টিক শ্রাবন্তী-পুত্র, প্রেমিকাকে দারুণ সারপ্রাইজ অভিমন্যুর

শ্রাবন্তীর ছেলের রোম্যান্টিক অবতার

থানা-পুলিশ বিতর্ক অতীত! প্রেমিকার জন্য রোম্যান্টিক সারপ্রাইজের আয়োজন অভিমন্যুর। 

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই, অন্যদিকে নায়িকার ছেলের ‘কীর্তি’ নিয়েও কম জলঘোলা হয়নি সম্প্রতি। দিন কয়েক আগেই নাকি আবসনের এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান অভিমন্যু। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় নাকি ছেলেকে নিয়ে আনন্দপুর থানায় ছুটতে হয়েছিল নায়িকাকে, যদিও এফআইআর দায়ের হয়নি। এমনই খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে এমন ‘রাফ অ্যান্ড টাফ’ ইমেজের বাইরে অভিমন্যু কিন্তু একদম রোম্যান্টিক মানুষ। মায়ের মতোই তাঁর প্রেম জীবনও কারুর অজানা নয়।

দীর্ঘদিন ধরেই মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তীর একমাত্র ছেলে ঝিনুক। সোশ্যাল মিডিয়ায় দুজনের মাখামাখিও কারুর নজর এড়ায় না। দু-বছর আগেই অভিমন্যু নিজের ‘গার্লফ্রেন্ড’ হিসাবে পরিচয় করিয়েছিলেন দামিনীকে। সদ্যই গিয়েছে প্রেম-দিবস। আর এই বিশেষ দিনে প্রেমিকাকে সারপ্রাইজ দেবেন না অভিমন্যু, তাও কী হয়! সেই সারপ্রাইজের ঝলক দেরিতে হলেও ধরা পড়ল দামিনীর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।

লাল ভেলভেট গাউনে মোহময়ী দামিনী। হাতে প্রেমিকের দেওয়া লাল গোলাপের তোড়া, সঙ্গে রোম্যান্টিক ডেট নাইট। টেবিলে সাজানো চকোলেট আর রেড ভেলভেট কেক, সঙ্গে ওয়াইন গ্লাসে চুমুর চিহ্ন ভরপুর, মায়াবী পরিবেশে প্রেম দিবসের উদযাপন অভিমন্যুর প্রেমিকার। যদিও সঙ্গীর ছবি পোস্ট করেননি দামিনী। তবে এই সারপ্রাইজ যে অভিমন্যুই দিয়েছেন দামিনীকে তা বলার অপেক্ষা রাখে না। ছবির ‘লাইক’ বটনে জ্বলজ্বল করছে অভিমন্যুর নাম।

সেলিব্রেশনের ছবি শেয়ার করে দামিনী লিখেছেন, ‘যে ভালবাসা খুঁজছিলাম ওই ভালবাসাই হয়ে উঠেছি।’ দামিনীর এই সৌন্দর্যের তারিফ না করে থাকা যায়! পাঁচ বছর ধরে মডেল দামিনী ঘোষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ অভিমন্যু। সম্পর্কের চড়াই-উতরাই এসেছে ঠিকই তবে পরস্পরকে আগলে রেখেছেন তাঁরা। এই যুগল সময় পেলেই একান্তে দিনযাপন করেন। ব্যাগপত্তর গুছিয়ে ঘুরতেও বেরিয়ে পড়েন দুজনে। অনেক সময়ই তাঁদের সফরসঙ্গী হন শ্রাবন্তী স্বয়ং।

শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। দামিনী-অভিমন্যুর বন্ধুত্বের কথা শ্রাবন্তী আগে থেকেই জানেন। ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গেও দারুণ বন্ডিং শ্রাবন্তীর। একসঙ্গে ডিনার থেকে সুইমিং পুলে গা ভেজানো, সবটাই করেন শাশুড়ি আর হবু বউমা। ছেলের প্রেম সম্পর্ক নিয়ে শ্রাবন্তীর বক্তব্য ,'এই বয়সে তো এরকম হবেই'। সোশ্যাল মিডিয়ার মিম-ট্রোল এই নিয়ে মা-ছেলে দুজনেই ভাবেন না।

 

বন্ধ করুন