টলিউডের যে সব নায়িকাদের নিয়ে চর্চা হয় সবচেয়ে বেশি তাদের মধ্যে নাম আসে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। অভিনেত্রীর কাজ নিয়ে যতটা না চর্চা হয়, তার থেকে বেশি চর্চা হয় ব্যক্তিগত জীবন নিয়ে। এই সপ্তাহখানেক আগেই মলদ্বীপ থেকে ছবি শেয়ার করেছিলেন। সেখানেও চর্চা উঠেছিল বারবার কার সঙ্গে বিদেশ ভ্রমণে যান তিনি! ফোটোতে একা ধরা পড়লেও, খবর বলছে বিশেষ বন্ধু অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। এতদিন এই নিয়ে কথা বলতে চাননি, তবে অবশেষে মুখ খুললেন। অভিরূপের সঙ্গে সম্পর্কের সমীকরণ ভাগ করে নিলেন মিডিয়ায়।
জি ২৪-র তরফ থেকে শ্রাবন্তীর কাছে প্রশ্ন করা হয় অভিরূপের সঙ্গে সম্পর্ক নিয়ে। তাতে প্রেমের কথা মানতে না চাইলেও, অভিরূপকে বিশেষ বন্ধু বলেই দাবি করেন তিনি। এমনকী, নিজের পাশে এই ‘স্পেশ্যাল ফ্রেন্ড’ সবসময় থাকে বলেও জানান। অভিরূপের তিনটি ভালো দিক সম্পর্কে বলতে গিয়ে শ্রাবন্তী জানান, ‘মানুষ হিসেবে খুব ভালো, খুব পরিবারের দিকে নজর দেয়, যা আমার সবচেয়ে ভালো লাগে আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি। আর যেটা আমার খারাপ লাগে তা হল কাজের পর খুব ল্যাদ খায়। জিম করতে বলি তাও করে না।’
শ্রাবন্তী মেনে নেন এখন তাঁর সঙ্গে শুধু অভিরূপ নন, জড়িয়ে গিয়েছে তাঁর পরিবারও। বলেন, ‘এখন অবশ্যই অভিরূপ, ওর পরিবার, ওর বন্ধুরা পাশে থাকে। আরবানার অনেকে আছে। খুব ভালো একটা গ্রুপ পেয়েছি। এখন খুব ভালো আছি।’ আরও পড়ুন: আমিরের করা ট্রোল কঙ্গনার কথা মনে করাল করণকে! বদনাম শুনে যা বললেন…
সামনেই জন্মদিন। সেদিন ও কি ঘুরতে যাবেন অভিরূপের সঙ্গেই প্রশ্ন করা হলে নায়িকা জানন, ‘ঝিনুককে নিয়ে ব্যাংককে যাওয়ার ইচ্ছে আছে। বিশেষ বন্ধু নাও যেতে পারে!’ সঙ্গে কথা প্রসঙ্গেই উঠে এল, ইতিমধ্যেই অভিরূপকে একটি হিরের আংটি উপহার দিয়েছেন। যদিও ব্যাপারটা হেসেই উড়িয়ে দেন তিনি! আরও পড়ুন: ৪ সন্তান কীভাবে সামলান সইফ? সারার সঙ্গে একা দেখা করলে বাড়িতে বলেন? করিনা বললেন…
তাঁকে নিয়ে চলা একাধিক ট্রোল নিয়েও মুখ খুললেন। ট্রোলারদের উদ্দেশ্যে তাঁর মনে কোনও বিশেষ খেদ নেই বলেই জানালেন। কিছুটা কটাক্ষের সুরেই বললেন, ‘আমাকে নিয়ে ট্রোল করে যদি কারও একটু লাভ হয় তাতে ক্ষতি কি! লকডাউনে অনেকের কাজ হারিয়েছে। তাঁরা যদি আমাদের নিয়ে ট্রোল করে দু' পয়সা রোজগার করে তাহলে তো ভালোই!’