এ যেন রূপকথার প্রেমের গল্প। বিয়ে করা বরকেই আবার বিয়ে করলেন শ্রীজিতা! আবার শপথ নিলেন একসঙ্গে জীবন কাটানোর। তবে এবার ঐতিহ্য মেনে বাঙালি মতে। গোয়ায় বসেছিল তাঁদের সেই বিবাহ বাসর। প্রকাশ্যে এল তাঁদের বিয়ের সেই ছবি।
শ্রীজিতার বাঙালি মতে বিয়ে
বৃহস্পতিবার শ্রীজিতা দে তাঁর বাঙালি মতে বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। গোয়ায় তাঁর এবং মাইকেলের বিয়ে বাসর বসেছিল। জমে উঠেছিল আনন্দ, হাসি ঠাট্টা। এদিন বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আজীবনের জন্য মনে রাখব। আজীবনের জন্য তার হলাম।'
আরও পড়ুন: 'বিশ্ব ন্যাকা, কচি খুকি শুনে ...' শিশুসুলভ আচরণের জন্য ট্রোল্ড! কটাক্ষের জবাবে অপরাজিতা লিখলেন ...
বিয়েতে শ্রীজিতা পরেছিলেন টুকটুকে লাল একটা বেনারসি শাড়ি। সঙ্গে শোলার মুকুট, সোনার গয়না। মাথায় ছিল সোনালি রঙের ওড়নাও। অন্যদিকে তাঁর বর মাইকেল পরেছিলেন আইভরি রঙের শেরওয়ানি এবং পায়জামা। তিনিও শোলার মুকুট পরেছিলেন।
তাঁরা তাঁদের হিন্দু রীতি মেনে বিয়ের ছবি পোস্ট করতেই সকলে তাঁদের বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত তাঁরা গত বছরই ক্যাথলিক মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জার্মানিতে হয়েছিল সেই অনুষ্ঠান।
অভিনেত্রী আগেও হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর অন্যতম পছন্দের বিয়ের ভেন্যু হল গোয়া। তিনি এবং মাইকেল দুজনেই সমুদ্র পছন্দ করেন। তাছাড়া করোনার সময় তাঁরা আট মাস গোয়ায় ছিলেন তাই জায়গাটি তাঁদের কাছে বিশেষ। সেই সময়ই তাঁরা গোয়ার প্রেমে পড়েন। তাই বাঙালি রীতি মেনে বিয়েটা তিনি তাঁর সেই স্বপ্নের জায়গাতেই সারলেন। উপস্থিত ছিলেন তাঁদের আত্মীয় এবং পরিবারের সকলে। শ্রীজিতা বিগ বসে এসে নজর কেড়েছিলেন।