বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha-Taslima: দিল্লিতে হঠাৎ দেখা শ্রীলেখা-তসমিলার! প্রিয় লেখিকাকে বিশেষ উপহার অভিনেত্রীর

Sreelekha-Taslima: দিল্লিতে হঠাৎ দেখা শ্রীলেখা-তসমিলার! প্রিয় লেখিকাকে বিশেষ উপহার অভিনেত্রীর

এক অনুষ্ঠানের ফাঁকে শ্রীলেখা-তসলিমা

বিতর্কও দু’জনেরই নিত্যসঙ্গী। তবে নিজের শর্তেই জীবন বাঁচেন শ্রীলেখা ও তসলিমা। প্রিয় লেখিকার সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন শ্রীলেখা। 

দুজনের কর্মজগত আলাদা, তবে ব্যক্তিত্বের মিল খানিকটা রয়েছে। দুজনেই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন আর দুজনেই জীবনটা নিজের শর্তে বাঁচেন। আজকাল দু’জনেই সেই তেজ আর স্পষ্ট কথা তুলে ধরেন নেটমাধ্যমে। এর জেরে স্বভাবতই বিতর্ক পিছু ছাড়ে না তাঁদের। কথা হচ্ছে অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং লেখিকা তসলিমা নাসরিনের। সম্প্রতি দিল্লিতে ‘হঠাৎ দেখা’ দুজনের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রীলেখা। কেমন ছিল লেখিকার সঙ্গে সাক্ষাৎ-এর মুহূর্ত? সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রীলেখা।

‘লে রিদম’ (Le Rythme) নামের সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীতে হাজির ছিলেন শ্রীলেখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তসলিমা নাসরিনও। সেখানেই আলাপ জমালেন দুজনে। অনুষ্ঠানে খুব বেশি কথা হয়েছে তেমনটা নয় তবে শ্রীলেখার কথায় খুব কম বয়সেই তসলিমার ‘লজ্জা’, ‘আমার মেয়েবেলা’ পড়েছিলেন, স্বভাবতই তসলিমার লেখনি মুগ্ধ করেছিল তাঁকে। শ্রীলেখার কথায়, ‘এত সাহসী কলম! ওঁর উপস্থিতিও ওঁর লেখার মতোই উজ্জ্বল!’

‘লে রিদম’ নামের এই সংস্থা অসহায়, দুঃস্থ মহিলাদের স্বনির্ভর করবার কাজে ব্রতী। প্রান্তিক নারীদের পায়ের তলায় শক্ত জমি জোগানোর এই উদ্যোগে এবার শামিল শ্রীলেখা, তসলিমারাও। দুঃস্থ মহিলাদের পড়াশোনা, নাচ-গানের পাশাপাশি অভিনয়েরও পাঠও দেবেন শ্রীলেখা, যাতে নতুন করে স্বপ্ন দেখতে পারে ওরা।

আপতত দিল্লিকেই কয়েকটা দিন কাটাবেন শ্রীলেখা, ১লা জুন কলকাতায় ফিরছেন। তার আগে সোমবার তাসলিমার আমন্ত্রণে তাঁর বাড়িতেও হাজির হবেন শ্রীলেখা, তাঁকে পছন্দের শাড়িও উপহার হিসাবে দেবেন। অন্যদিকে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শ্রীলেখা পরিচালিত ‘এবং ছাদ’-এর ট্রেলার। পরিচালনার পাশাপাশি স্বল্পদৈর্ঘ্যের এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি। এই শর্টফিল্ম দেখবার অপেক্ষায় শ্রীলেখা ভক্তরা।

বন্ধ করুন