আরজি কর কাণ্ড প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রীতিমত তোপ দাগলেন শ্রীলেখা মিত্র। সকলেই জানেন অভিনেত্রী বাম সমর্থক, নানা সময় তৃণমূলের নানা কাজ, কথার বিরোধিতা করতে দেখা গিয়েছে তাঁকে। এদিন আবারও আরজি কর কাণ্ড নিয়ে শ্রীলেখার নিশানা বানালেন মুখ্যমন্ত্রীকে। কী বললেন তিনি মমতার উদ্দেশ্যে?
মমতার উদ্দেশ্যে কী বলেছেন শ্রীলেখা?
শ্রীলেখা মিত্র এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আরজি কর কাণ্ডের জন্য অত উকিল রাখা প্রসঙ্গে বলেন, 'উনি তো একটা জায়গায় বলেছেন যে উনি ল পাশ করেছেন। একটা ভিডিয়োয় দেখেছি। তাহলে এত লাখ লাখ টাকা দিয়ে অত উকিল রাখা কেন? উনি বলে দিলেই তো হয়ে গেল!'
একই সঙ্গে শ্রীলেখা এদিন তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ শানান। বলেন, 'এই দলটাই এরম। এদের কালচার এমনই। এরা বলবে মেয়েটা যেন রাত জেগে কাজ না করে, আটটার মধ্যে বাড়ি চলে আসবে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এসব করছে।'
শ্রীলেখা মিত্র এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করার আর্জিও জানান। জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নন।
আরও পড়ুন: 'কেবল মাত্র আপনার জন্যই...' কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু - শ্রেয়ার!
দেবাংশু প্রসঙ্গে শ্রীলেখা
কেবল মমতা বা তৃণমূল নয়, শ্রীলেখা মিত্র এদিন সরাসরি ভাবে আক্রমণ করেন দেবাংশু ভট্টাচার্যকে। তিনি কিছুদিন আগে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে যেভাবে আক্রমণ করেছিলেন সেটার জবাবে এদিন তিনি বলেন, 'এই ছেলেটি ভীষণ পাকা, দেবাংশু। অতি ডেপো। বলছে সিরিয়ালে কাজ না পেয়ে নাকি বদন বিগড়েছে। যারা এমন কথা বলে তাদের আর কী বলব?'