আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা বাংলা, তখনই টলিউডের একাধিক অভিনেত্রী জানিয়েছেন তাঁরা কর্মক্ষেত্রে পরিচালক বা সহকর্মীদের থেকে যৌন নিগ্রহের শিকার হয়েছেন। এরপরই একাধিক সংগঠন যেমন ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, এবং টেলি অ্যাকাডেমিকে চিঠি দিয়েছে ওমেন্স ফোরাম। আর এই গোটা বিষয়কেই নাটক বলে মনে করেছেন শ্রীলেখা মিত্র। কটাক্ষও করতেও ছাড়েননি তিনি।
আরও পড়ুন: 'আপনার দাড়িটা একটু ধরতে দিন' কৌন বনেগা ক্রোড়পতিতে প্রতিযোগীর বিটকেল আবদার শুনে হতভম্ব বিগ বি!
কী লিখেছেন শ্রীলেখা মিত্র?
শ্রীলেখা মিত্র এদিন ওমেন্স ফোরামের এই চিঠিকে কটাক্ষ করে লেখেন, 'হাসব না কাঁদব জানি না। ওমেন্স ফোরাম তৈরি হয়েছে এখানে। এবং দুঃখিত যে এসবের বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিল তার নাম কেনই বা নেবে?'
তিনি এদিন আরও লেখেন, '৪ বছর আগে আমাকে আমায় দোষী বলে দাগিয়ে দেওয়া হয়। বলা হয় আমি ভিকটিম কার্ড খেলছি। আমি মিথ্যেবাদী। আমার যোগ্যতা নেই। বরং আমার খামতির জন্য আমায় কাজে নেওয়া হয় না। ইত্যাদি। ইত্যাদি। তাঁরাই এখন অনেকেই এখানে নাম লিখিয়েছেন। নাটক যত।' অভিনেত্রী আরও লেখেন, 'এঁদের মধ্যে অনেকেই পুরুষতান্ত্রিক মনোভাব রাখেন। তাঁদের বিরুদ্ধে কমিশন কে বসাবে? ম্যানিপুলেটর, স্কিমবাজি করে সব। এঁরা মেয়েদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরি করবে? আমার নাম এখানে থাকলেই আমি অবাক হতাম। ভাগ্যিস নেই। সবটাই আইওয়াশ। যাঁদের ব্যাপারে বলছি তাঁরা এটা হাড়ে হাড়ে জানে। বাকিরা গায়ে মাখবেন না।'
আরও পড়ুন: মালায়লাম ছবিতে যৌন হেনস্থা কাণ্ড, শিল্পী সংগঠনের কমিটি ভাঙল, ইস্তফা প্রেসিডেন্ট মোহনলালের