বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha- Swastika: ‘খামতি দিদিমণি’ স্বস্তিকাকে কটাক্ষ করে শ্রীলেখা নিজেই পড়লেন ট্রোলের মুখে, ‘থলথলে বৌদির কষ্ট হচ্ছে’

Sreelekha- Swastika: ‘খামতি দিদিমণি’ স্বস্তিকাকে কটাক্ষ করে শ্রীলেখা নিজেই পড়লেন ট্রোলের মুখে, ‘থলথলে বৌদির কষ্ট হচ্ছে’

স্বস্তিকাকে কটাক্ষ করে ট্রোলড হতে হল শ্রীলেখাকেই। 

স্বস্তিকা আর মমতার দুর্গাপুজো কার্নিভালে দেখা করা নিয়ে ট্রোল করতে গিয়ে কটাক্ষের মুখে পড়তে হল শ্রীলেখাকেই। আপাতত রাজ্য-রাজনীতি-বিনোদন জগত সব উত্তাল ওই একটা পোস্টেই। 

দুর্গা পুজোর কার্নিভালে রেড রোডে উপস্থিত ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শুধু উপস্থিত ছিলেন বললে ভুল হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। মমতাদিদির থেকে চকোলেট নেন, সেই ছবিও দেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেন। লিখেছিলেন, অনেকদিন বাদে দেখা হল দুজনের।

তবে স্বস্তিকা আর মমতার এই সাক্ষাৎ যেন ভালো মনে নিতে পারেনি আমজনতা। মারাত্মক ট্রোলিং চারিদিকে। কেউ বলছে ‘আপনিও চটি চাটা জানতাম না’, তো কেউ বলছে ‘আপনার কাছ থেকে এটা আশা করিনি’। এমনকী টলিউডের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রও চাঁচাছোলা আক্রমণ করেছেন। স্বস্তিকা আর মমতার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘আমার ‘খামতি’ দিদিমণি। আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমার খামতিটা কোথায়। আপনাদের মতো হতে পারলাম না এটাই তো? ঝুঁকুন ঝুঁকুন, পায়ের তলার তল ঠিক পেয়ে যাবেন। কারেক্ট আছে।’’ এখানেই শেষ নয়, এক নেট-নাগরিকের মমতা-স্বস্তিকাকে নিয়ে করা পোস্টে কমেন্টও করেন, ‘বাহ এই তো আমার খামতি দিদিমণি’। আর সেখানেই তার নামে উড়ে আসে একাধিক কটাক্ষ।

শ্রীলেখার এভাবে স্বস্তিকাকে আক্রমণ ভালো মনে মেনে নেয়নি ‘শ্রীমতী’ অভিনেত্রীর একাধিক ভক্ত। একজন লিখলেন, ‘আপনাকে ভালো কোনও জায়গায় ডাকে না কেউ, আপনাকে পাত্তা দেয় না, তাই এভাবে লোককে বাজে কথা বলে আপনাকে খবরে থাকতে হয়। দয়াই হয় আপনার জন্য।’ একজন লিখলেন, ‘এটাকে সৌজন্য সাক্ষাৎ বলে, উনি কিন্তু মুখ্যমন্ত্রীর নিমন্ত্রিত নয়। একটা ক্লাবের হয়ে গিয়েছেন। আর যদি কোনও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকে সেখানে না দেখা করাটা অসামাজিকতা হয়। অবশ্য সৌজন্য বোধ মনে হয় না আপনি আদৌ জানেন।’

স্বস্তিকাকে কটাক্ষ করে নিজেই ট্রোলড শ্রীলেখা।
স্বস্তিকাকে কটাক্ষ করে নিজেই ট্রোলড শ্রীলেখা।

স্বস্তিকা নিজেও মুখ খুলেছেন এই বিতর্কে। রবিবার রাতে করেছেন একটা লম্বা পোস্ট। যাতে লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ায় তাঁকে নমস্কার করে বিজয়া জানানোটা ভদ্রতা, সৌজন্য। আমায় দুটো চকলেট দেওয়াটা ওনার ইচ্ছে, সেটা খেয়ে নেওয়াটা আমার… চকলেট নিয়েছি ইলেকশন টিকিট নয়, চকলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়। আমরা একটা সভ্য দেশে বাস করি, বর্বর নই। কাল দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও একই ভাবে নমস্কার করব কারণ সেটাই ঠিক।’

বায়োস্কোপ খবর

Latest News

লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.