স্বামীর সাথে বিচ্ছেদের পর একা হাতেই মেয়েকে মানুষ করেছেন অভিনেত্রী।
1/8মেয়ের ১৬ বছরের জন্মদিন। আবেগে ভাসলেন শ্রীলেখা। আর নিজের সেই আবেগের ছাপ তুলে ধরলেন সোশ্যাল মিডিয়াতেও। মেয়ের জন্মদিনের কথা জানানোর পাশাপাশি বেশ কিছু ছবিও শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।
2/8২০১৩ সালে টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্রর ডিভোর্স হয়ে যায় শিলাদিত্য সান্যালের সাথে। তখন ঐশীর বয়স মাত্র আট বছর। তবে বিচ্ছেদ হলেও, প্রাক্তন স্বামীর সাথে সম্পর্ক এখনও মধুর। এমনকী, মেয়ের সব দায়িত্ব একসাথেই পালন করেন তাঁরা।
3/8মেয়ের জন্মের ঠিক পাঁচ মিনিট পর তোলা হয়েছে এই ছবি। সদ্যোজাত ঐশী চোখ গোল গোল করে ফোটোর জন্য পোজ দিয়েছে তখনই!
4/8এই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন শ্রীলেখা। চেয়ারে বসেই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে শ্রীলেখার ছোট্ট রাজকন্যা।
5/8বাথরোব গায়ে জড়িয়ে একগাল হেসে ছবির জন্য পোজ দিয়েছে খুদে ঐশী।
6/8শ্রীলেখার মেয়ে খুব সুন্দর নাচ করেন। মেয়ের নাচের অনুষ্ঠানের ছবিও শেয়ার করে নিয়েছেন শ্রীলেখা। লিখেছেন, ‘গোলুমলু’…
7/8ঝিনুক মুখোপাধ্যায় সিনহার কাছে মেয়ে নাচ শেখে বলে জানিয়েছেন শ্রীলেখা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। মেয়ের উপহার পাওয়ার এই মুহূর্তটাও তুলে ধরেছেন গর্বিত মা।
8/8‘মা না ছবি না’, এটাই নাকি এই সময় ছিল ঐশীর কথা! অভিনয় জীবন সামলানোর পাশাপাশি বাড়ির দায়িত্ব সামলান, মেয়ের স্কুলের মিটিং অ্যাটেন্ড করেন, মেয়েকে নিয়ে ঘুরতে যান শ্রীলেখা! তবে মেয়ে সময় কাটায় বাবার সাথেও। এমনকী আজকের জন্মদিনটা শ্রীলেখা-কন্যা মা আর বাবার সাথে কাটাবে বলেই জানালেন অভিনেত্রী।