শ্রীলেখা মিত্র বরাবরই স্পষ্টবাদী। কোনও বিষয়েই তিনি লুকোছাপা বিশেষ পছন্দ করেন না। অন্যায় দেখলেও প্রতিবাদ করতে ভোলেন না। এদিনও তার অন্যথা হল না। ট্রোলারদের যোগ্য জবাব দিলেন তিনি। কিন্তু কী ঘটেছে আসলে?
কী নিয়ে পোস্ট করলেন শ্রীলেখা মিত্র?
শ্রীলেখা মিত্র সবসময়ই নিজের মতামত স্পষ্ট ভাবে জানিয়ে দেন। তাই অনেক সময়ই দেখা যায় তিনি যা বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন সেটাকে বিকৃত ভাবে পোস্ট করা হয়েছে। এবার তেমনই এক পোস্টের জবাব দিলেন পারিয়া খ্যাত অভিনেত্রী।
কোনও এক সময় কোনও কথা প্রেক্ষিতে হয়তো অভিনেত্রী বলেছিলেন 'একসঙ্গে পাঁচজন দরকার' তাঁর। সেই উক্তিকে নানা ভাবে প্রচার করা হচ্ছে। এবার সেই বিকৃত পোস্টগুলোকে কটাক্ষ করে জবাব দিলেন শ্রীলেখা।
তিনি এদিন একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি খাটে শুয়ে, আর তাঁর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে তাঁর চারপেয়ে সন্তানরা। এটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'শ্রীলেখার একসঙ্গে পাঁচজনকে লাগে। এটা প্রচার করে ব্যবসা করতে চায় তো পোর্টালগুলো। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন হল আমার বিগল। সে একটু রেসিস্ট। তাই আলাদা শুয়েছে।' ফলে তিনি বাড়িতে যে সত্যিই পাঁচজনের সঙ্গে থাকেন সেটা দেখিয়ে দিলেন আর এই পাঁচজন অন্য কেউ বা কিছু নয়। তাঁর পোষ্য।
শ্রীলেখা মিত্র বরাবর ট্রোল, কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে, নিজের মতো বাঁচেন। তবে অন্যায় দেখলেও প্রতিবাদ করতে ছাড়েন না।
কে কী বলছেন?
অনেকেই অভিনেত্রী এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'বুঝলাম, তোমার প্রকৃত ভালোবাসার অধিকারী, 'রক্ষাকর্তা' এই পঞ্চ-পান্ডব।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এতগুলোকে সামলাও কী করে। আমার দুটোতেই কেমন পাগল পাগল লাগে।'