বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha-Ranjith: ২০০৯ সালে যৌন নিগ্রহের শিকার হন, ১৫ বছর পর ইমেল মারফত রণজিতের নামে পুলিশে অভিযোগ দায়ের শ্রীলেখার

Sreelekha-Ranjith: ২০০৯ সালে যৌন নিগ্রহের শিকার হন, ১৫ বছর পর ইমেল মারফত রণজিতের নামে পুলিশে অভিযোগ দায়ের শ্রীলেখার

রণজিতের নামে পুলিশে অভিযোগ দায়ের শ্রীলেখার

Sreelekha-Ranjith: অভিযোগ তুলেছিলেন আগেই। এবার দক্ষিণী পরিচালক রণজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন শ্রীলেখা মিত্র। ২০০৯ সালে পরিচালকের হাতে তিনি যে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন সেটারই প্রতিবাদে তিনি এদিন এই কেস ফাইল করলেন।

অভিযোগ তুলেছিলেন আগেই। এবার দক্ষিণী পরিচালক রণজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন শ্রীলেখা মিত্র। ২০০৯ সালে পরিচালকের হাতে তিনি যে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন সেটারই প্রতিবাদে তিনি এদিন এই কেস ফাইল করলেন।

আরও পড়ুন: রণজিতের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ শ্রীলেখার, বাধ্য হলেন কেরল চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যানের পদ ছাড়তে

কী ঘটেছে?

গত রবিবার, ২৫ অগস্ট রণজিৎ কেরল চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। তারপর দিনই অর্থাৎ ২৬ অগস্ট সোমবার শ্রীলেখা মিত্র লিখিত অভিযোগে দায়ের করলেন রণজিতের নামে। ২০০৯ সালে তাঁর সঙ্গে ঘটা যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করলেন এদিন, ১৫ বছর পর। জানা গিয়েছে সেই সময় তিনি কোচি গিয়েছিলেন দক্ষিণের এই জনপ্রিয় পরিচালকের পালেরি মানিক্যম ছবিতে কাজ করার জন্য। তখনই হোটেলের ঘরে তিনি যৌন নিগ্রহের শিকার হন।

মনোরমা নিউজের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে ইমেল মারফত এদিন শ্রীলেখা মিত্র এই অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে তিনি জানিয়েছেন, ছবিটির শুটিংয়ের জন্য তিনি যখন কোচি পৌঁছন গিয়ে তখন তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটে। কোচি পৌঁছিয়ে তিনি সকালে রণজিতের সঙ্গে দেখা করেন। তাঁর এবং মামুতির সঙ্গে কাজ করার জন্য উদগ্রীব হয়েছিলেন। কিন্তু সেদিন বিকেলেই অভিনেত্রীকে যখন প্রযোজক এবং ছবির অন্য কলাকুশলীদের সঙ্গে দেখা করানোর জন্য হোটেলে ডাকা হয় তখনই প্রথমে তাঁর চুরি নিয়ে খেলতে শুরু করেন রণজিৎ। এরপর ঘাড়ে হাত দেন, চুল সরাতে যান। তখনই কোনও মতে সেখান থেকে বেরিয়ে আসেন শ্রীলেখা। এবং পরবর্তীতে জানিয়ে দেন এই ছবিতে কাজ করবেন না তিনি। এই ঘটনার পর ভীষণ ভাবে আতঙ্কিত হয়ে পড়েন বলেও জানান শ্রীলেখা। নিজের হোটেল রুমে ফিরে এসে সারা রাত দরজা জানালা বন্ধ করে, দরজার পিছনে আসবাব পত্র রেখে ভোর হওয়ার অপেক্ষা করছিলেন। যাতে তিনি নিজের শহরে ফিরে আসতে পারেন।

একই সঙ্গে জানান এই ঘটনার পর চিত্রনাট্যকার জোশি জোসেফ তাঁকে তাঁর ফেরার টিকিট পর্যন্ত দেননি।

প্রসঙ্গত হেমা কমিটির তরফে মালায়লাম ইন্ডাস্ট্রিতে চলা যৌন নিগ্রহ, হেনস্থার কথা ফাঁস হওয়ার পর নিজের সঙ্গে ঘটা এই ঘটনার বিরুদ্ধে মুখ খোলেন শ্রীলেখা। এশিয়ানেট নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে সবটা সবিস্তারে জানান।

আরও পড়ুন: 'এখন তো প্রার্থনা একটাই', বিয়ের পর প্রথম জন্মাষ্টমী, গোপালের কাছে কী চাইলেন কাঞ্চন-শ্রীময়ী?

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রুতি! বললেন, 'রাতে স্টুডিয়োয় কোনও দারোয়ান এসে যদি ধর্ষণ করে...'

রণজিতের পদত্যাগ

শ্রীলেখার অভিযোগের পরই কেরল চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। রণজিৎ এদিন কেরল চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতেই এটাকে অনেকেই সেই মহিলাদের লড়াইয়ের বড় জয় বলে মনে করছেন যাঁরা এই ইন্ডাস্ট্রিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লড়াই করে চলেছেন। যদিও রণজিৎ এদিন জানিয়েছেন তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সাজানো। তাঁর কথায়, 'শ্রীলেখার সঙ্গে আমি চিত্রনাট্যকার শঙ্কর রামকৃষ্ণের সামনে কথা বলেছিলাম। দুজন সহকারীও ছিল।' প্রসঙ্গত রণজিতের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পরও সেই রাজ্যের কালচারাল অ্যাফেয়ার্সের মন্ত্রী সাজি চেরিয়ান পরিচালকের হয়েই সাওয়াল করেছেন। জানিয়েছেন কোনও অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ভারতের এমন গুণী শিল্পীর বিরুদ্ধে কোনও কেস ফাইল করা হবে না।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

অনলাইনে দড়ি অর্ডার, তারপর আত্মঘাতী IIT কানপুরের পড়ুয়া ইংল্যান্ডকে ২-১ হারিয়ে দিল গ্রিস, ইতালির বিরুদ্ধে বেলজিয়ামের দুরন্ত লড়াই উচ্ছেদের নোটিস থেকে সাময়িক স্বস্তি পেলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা কন্যা পুজোয় কার প্রয়োজন? জেনে নিন এই পুজোর সঠিক নিয়ম ও পদ্ধতি 'বন্ধু হারাল ফ্রান্স', রতন টাটার প্রয়াণে শোকবার্তা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর IPL 2025 Auction-এর আসরে রোহিত শর্মা নামলে কী হবে? ভবিষ্যদ্বাণী করলেন হরভজন সিং SCO সম্মেলনের আগে রক্তে ভিজল পাকিস্তানের মাটি, জঙ্গি হামলায় মৃত ২০ ভিড় দেখেই ‘বাচ্চা’ সাবাকে সামলাতে তৎপর হৃতিক, জানেন দুজনের বয়সের পার্থক্য কত? হিমা দাসের স্বস্তি! ডোপিং অভিযোগ থেকে মুক্ত করল NADA-র ADAP শৃঙ্খলা প্যানেল ২০ অক্টোবর মঙ্গলের কর্কটে গমন, থাকতে হবে খুব সতর্ক, সমস্যা বাড়বে এই ৪ রাশির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.