বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha-Arindam: 'ইন্ডাস্ট্রিতে কার বাবু কে? অনেক সময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার

Sreelekha-Arindam: 'ইন্ডাস্ট্রিতে কার বাবু কে? অনেক সময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার

'অনেকসময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার

Sreelekha-Arindam: ‘সব সময় কিন্তু পুরুষেরাই দোষী হন না। অনেক সময় কিন্তু মেয়েরা নিজেরাই আগ্রহী থাকেন।’ অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, সাসপেন্ড পরিচালক। এর মাঝেই মুখ খুললেন শ্রীলেখা। 

ছবি সেটে অভিনেত্রীকে হেনস্থার অভিযোগে ক্ষমা চেয়েও পার পেলেন না অরিন্দম শীল। ডিরেক্টর্স গিল্ড সাসপেন্ড করেছে ‘মিতিন মাসি’ পরিচালককে। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ সিন বোঝানোর আছিলায় এক অভিনেত্রীকে কোলে বসিয়ে প্রকাশ্যে চুমু খান তিনি। 

মহিলা কমিশনের কাছে লিখিত ক্ষমাও চান পরিচালক। কিন্তু লাভ হয়নি। শনিবার রাতে পরিচালককে সাসপেন্ড করে পরিচালকদের সংগঠন। আরজি কর কাণ্ডের মাঝে টলিউডের নামী পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! সোশ্যাল মিডিয়ায় অরিন্দম শীলের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়,বেণী বসুরা। তবে এর মাঝেই উলটো সুর শ্রীলেখার গলায়। 

আর জি কর আন্দোলনে প্রথম সারিতে থেকে প্রতিবাদ জানিয়েছেন শ্রীলেখা। তবে এই মামলায় তাঁর চিন্তা-ভাবনা একটু অন্যরকম। অভিনেত্রীর কথায়, শুধু অরিন্দম শীল একা নন, উলটো দিকের অভিনেত্রীরাও প্রয়োজনে সুযোগ নিয়েছেন। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আমার যদিও অরিন্দম শীলের সঙ্গে এমন কোনও অভিজ্ঞতা নেই। আসলে অরিন্দমের পরিচালনায় যে অভিনেত্রীরা বেশি কাজ করেছেন, তাঁরা আরও ভাল বলতে পারবেন। নিন্দকেরা তো বলেই থাকেন, অরিন্দমের সঙ্গে কয়েক জন অভিনেত্রীর সম্পর্কও ছিল।’ পরিচালকের সঙ্গে ‘স্বাদে আহ্লাদে’ ছবিতে কাজ করেছেন শ্রীলেখা। 

অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, বছর চারেক আগে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সেইসময়ও কম জলঘোলা হয়নি। শ্রীলেখা জানান, ‘সব সময় কিন্তু পুরুষেরাই দোষী হন না। অনেক সময় কিন্তু মেয়েরা নিজেরাই আগ্রহী থাকেন।’ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর টলিউডের নেপোটিজম নিয়ে সরব হয়েছিলেন শ্রীলেখা।

সেই পুরোনো কথা মনে করিয়ে অভিনেত্রী বলেন, তিনি যখন ইন্ডাস্ট্রির অন্ধকার দিক তুলে ধরতে চেয়েছিলেন রূপাঞ্জনা মিত্র কটাক্ষ করে তাঁকে বলেছিলেন শ্রীলেখা নাকি ‘ভিক্টিম’ সাজার চেষ্টা করছেন। অরিন্দম শীলের ঘটনা সামনে আসার পর শ্রীলেখার ধারণা দৃঢ় হল, ইন্ডাস্ট্রির একটা বড় অংশ নিজেদের সুবিধার কথা ভেবেই বিপ্লব করে। বোমা ফাটিয়ে শ্রীলেখা বলেন, ‘আমাকে কিন্তু কোনও নায়ক, পরিচালক বা প্রযোজকের সঙ্গে প্রেম করে কাজ পেতে হয়নি। আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এই বিষয়টা খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। আলোচনা হয়, ইন্ডাস্ট্রিতে কার বাবু কে? আর এইগুলো না করলেই কোণঠাসা করা হয়। যেমন আমাকে কোণঠাসা করা হয়েছে।’

কিছুদিন আগে দক্ষিণী পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন শ্রীলেখা। যা নিয়ে জাতীয় স্তরের মিডিয়াতে কম লেখালেখি হয়নি। পরে হেমা কমিটির আদলে টলিউডেও কমিটি গঠনের দাবি তোলেন ঋতাভরী। তাঁকে বাহবা দিতে ছুটে আসেন সকলে। কিন্তু শ্রীলেখাকে নিয়ে কেউ টুঁ শব্দটি করেননি। সেই আক্ষেপের কথাও জানান অভিনেত্রী। 

বায়োস্কোপ খবর

Latest News

বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.