আরজি কর কাণ্ডের পর শুরু থেকেই পথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন শ্রীলেখা মিত্র। তিনি বরাবরই ঠোঁটকাটা, নির্ভিক। সোজা কথা বলতে বরাবরই ভয় পান না অভিনেত্রী। আরজি কর ইস্যুতে নির্যাতিতার পরিবারকে মুখ্যমন্ত্রীর ১০ লক্ষ টাকা দিতে চাওয়া থেকে উৎসবে ফেরার অনুরোধ, সবক্ষেত্রেই প্রতিবাদ জানিয়ে মুখ খুলতে দ্বিধা করেননি শ্রীলেখা। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধন নিয়েও কথা বলতে ছাড়লেন না অভিনেত্রী।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর একাধিক পুজো উদ্বোধনের ছবি ও ভিডিয়ো নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বৃহস্পতিবার মোট ১৫টি পুজো উদ্বোধন করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
৪ অক্টোবর, শুক্রবার মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন নিয়েই তাঁর নাম না করে রীতিমত কড়া ভাষায় আক্রমণ করেছেন শ্রীলেখা মিত্র। নিজের ফেসবুকের পাতায় শ্রীলেখা প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, ‘চোখের সামনে খুনি গর্ভমেন্ট দুর্গাপুজো উৎসবের উদ্বোধনে ব্যস্ত, আর আমরা চুপ কেন? তবে কি উনি আমাদের উৎসবে ফেরাতে সফল?’
আরও পড়ুন-পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে আদিদেব, কী বলছে নেটপাড়া?

শ্রীলেখার এই পোস্টে এই মুহূর্তে কমেন্টও করেছেন বেশকয়েকজন নেটিজেন। একজন লিখেছেন, ‘প্রতিবাদের গলা অবশেষে করে দেওয়া হল জবাই, শেষ পর্যন্ত সব কিছু ভুলে, উৎসবে ফিরলো সবাই’। আরেকজন লিখেছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে এটাই ঘটেছে।’ কেউ লেখেন, ‘এখন তো প্রতিবাদ টা আর প্রতিবাদ মনে হচ্ছে না। সেটাও একটা হুজুগ ই ছিল মনে হয়। Trend actually’। এই মন্তব্যের উত্তর দিয়ে শ্রীলেখা ফের লেখেন, ‘Ke ashol ke nokol ei oboshore bojha jabe’। আরও একজন লিখেছেন, ‘বিষয়টা খুবই বেদনাদায়ক, তবে সত্যি।’ তবে কারোর কথায়, ‘নাহ, তিনি এক্কেবারেই সেটা পারেননি, কারণ এই লড়াইটা অনেক দীর্ঘ’। এরই মধ্যে একজন জানিয়েছেন, ‘দিদি আমার নিজের প্রসঙ্গে বলছি। হরিদেবপুরে হামলায় আক্রান্ত হবার পর প্রচন্ড অসুস্থ অবস্থায় রয়েছি। একটু সুস্থ হতে দাও আবার আন্দোলনে ফিরছে আমি এবং আমরা।’

প্রসঙ্গত, এর আগে আরজি কর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেও পোস্ট করেছিলেন শ্রীলেখা। স্বাস্থ্যভবনের সামনে দাঁড়িয়ে আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, ‘হাতজোর করে বলছি, আপনি নিজে সম্মান নিয়ে বলুন আমি পদত্যাগ করছি, আমি ব্যর্থ হয়েছি। ওই ছেলেটাও পারবে না… কী যেন… অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেও পারবে না। তার বড় বাড়ি অনেক কিছু হতে পারে… ’।
এদিকে বৃহস্পতিবার আরজি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজের নির্যাতিতার স্মরণে প্রতীকী মূর্তি স্থাপনের ঘটনাকেও সমর্থন করে পোস্ট করেছিলেন শ্রীলেখা। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘অস্বস্তিকর ...তাইনা? একটু অস্বস্তি হক না হয়। দুর্গাপুজোর সবকিছুর মধ্যে এটাও থাকুক।’