ভোটের আগে রাজনৈতির মতাদর্শের নিরিখে টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা দ্বিধাবিভক্ত। টলি তারকাদের মধ্যে শ্রীলেখা মিত্র, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ঊষসী চক্রবর্তী, বাদশা মৈত্ররা বরবরই ঘোষিত বামপন্থী, এনিয়ে কোনও দ্বিধা নেই। লোকসভা নির্বাচন চলাকালীন মাঝেমধ্যেই বামপ্রার্থীদের হয়ে প্রচারে নামতে দেখা যাচ্ছে, শ্রীলেখা, রাহুল, বাদশাদের।
এদিকে ১ জুন শেষদফা নির্বাচনে কলকাতায় ভোট আগে। তার আগে বুধবার বিকেলে যাদবপুরের বামপ্রার্থীর হয়ে প্রচারে নামতে দেখা গেল শ্রীলেখা, রাহুল, বাদশাদের। মিছিল চলাকীলান লাইভও করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই মিছিলে ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্র ও শ্রীরামপুরের বামপ্রার্থী দীপ্সিতা ধর। প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্যের প্রতিপক্ষ কিন্তু বেশ কঠিন। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন সায়নী ঘোষ। বিজেপির হয়ে ভোটে লড়ছেন ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
বুধবার বিকেল ৪টে নাগাদ কবি নজরুল মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছিল বামেদের এই মিছিল। সেখানে শ্রীলেখা, রাহুলদের বলতে শোনা গেল, ৪ নম্বরে ভোট দিয়ে আপনাদের ছেলে সৃজন ভট্টাচার্যকে জেতান।
কিছুদিন আগে শ্রীরামপুরে বামপ্রার্থী দীপ্সিতা হয়ে প্রচারে গিয়েছিলেন শ্রীলেখা, বাদশা, রাহুলরা। প্রসঙ্গত বাংলার বদলে যাওয়া রাজনীতির দিনে টলিপাড়ার বহু সেলেবই দল বদলেছেন। তবে সেক্ষেত্রে শ্রীলেখা, বাদশা, রাহুলরা বরাবরই ব্যতিক্রম। বামেরা বর্তমানে ক্ষমতায় না থাকলেও তাঁরা বরাবরই একইভাবে বামেদের হয়ে সওয়াল করেছেন।
প্রসঙ্গত মঙ্গলবার বাঘাযতীন সংলগ্ন পঞ্চসায়ার শহিদ স্মৃতি কলোনিতে প্রচারের সময় বিক্ষোভের মুখে পড়েছিলেন বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, পতাকা ছিঁড়ে দেওয়া হয়। তখনও ফেসবুকে ঘটনার তীব্র বিরোধিতা করছিলেন শ্রীলেখা।
অন্যদিকে, বুধবার তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামতে দেখা গিয়েছিল ছোটপর্দার 'জুন আন্টি' ঊষসী চক্রবর্তীকে। সেখানেও তাঁদের সঙ্গে দেখা গিয়েছিল দীপ্সিতাকে। ঊষসী অবশ্য বরাবরই বামপন্থী। খ্য়তনামা সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে তিনি। এর আগে সৃজন ভট্টাচার্যের হয়েও যাদবপুরে মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল ঊষসীকে।