বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha: যাদবপুরের CPIM প্রার্থী সৃজনের হয়ে প্রচারে শ্রীলেখা-রাহুল-বাদশারা, তমলুকে সায়নের প্রচারে 'জুন আন্টি' ঊষসী

Sreelekha: যাদবপুরের CPIM প্রার্থী সৃজনের হয়ে প্রচারে শ্রীলেখা-রাহুল-বাদশারা, তমলুকে সায়নের প্রচারে 'জুন আন্টি' ঊষসী

বামেদের প্রচারে সেলেবরা

বুধবার বিকেল ৪টে নাগাদ কবি নজরুল মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছিল বামেদের এই মিছিল। সেখানে শ্রীলেখা, রাহুলদের বলতে শোনা গেল, ৪ নম্বরে ভোট দিয়ে আপনাদের ছেলে সৃজন ভট্টাচার্যকে জেতান।

ভোটের আগে রাজনৈতির মতাদর্শের নিরিখে টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা দ্বিধাবিভক্ত। টলি তারকাদের মধ্যে শ্রীলেখা মিত্র, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ঊষসী চক্রবর্তী, বাদশা মৈত্ররা বরবরই ঘোষিত বামপন্থী, এনিয়ে কোনও দ্বিধা নেই। লোকসভা নির্বাচন চলাকালীন মাঝেমধ্যেই বামপ্রার্থীদের হয়ে প্রচারে নামতে দেখা যাচ্ছে, শ্রীলেখা, রাহুল, বাদশাদের।

এদিকে ১ জুন শেষদফা নির্বাচনে কলকাতায় ভোট আগে। তার আগে বুধবার বিকেলে যাদবপুরের বামপ্রার্থীর হয়ে প্রচারে নামতে দেখা গেল শ্রীলেখা, রাহুল, বাদশাদের। মিছিল চলাকীলান লাইভও করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই মিছিলে ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্র ও শ্রীরামপুরের বামপ্রার্থী দীপ্সিতা ধর। প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্যের প্রতিপক্ষ কিন্তু বেশ কঠিন। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন সায়নী ঘোষ। বিজেপির হয়ে ভোটে লড়ছেন ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

বুধবার বিকেল ৪টে নাগাদ কবি নজরুল মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছিল বামেদের এই মিছিল। সেখানে শ্রীলেখা, রাহুলদের বলতে শোনা গেল, ৪ নম্বরে ভোট দিয়ে আপনাদের ছেলে সৃজন ভট্টাচার্যকে জেতান।

সৃজনের মিছিলেন শ্রীলেখা, রাহুল, বাদশারা, সঙ্গে দীপ্সিতা ধর
সৃজনের মিছিলেন শ্রীলেখা, রাহুল, বাদশারা, সঙ্গে দীপ্সিতা ধর (ছবি-ফেসবুক)

কিছুদিন আগে শ্রীরামপুরে বামপ্রার্থী দীপ্সিতা হয়ে প্রচারে গিয়েছিলেন শ্রীলেখা, বাদশা, রাহুলরা। প্রসঙ্গত বাংলার বদলে যাওয়া রাজনীতির দিনে টলিপাড়ার বহু সেলেবই দল বদলেছেন। তবে সেক্ষেত্রে শ্রীলেখা, বাদশা, রাহুলরা বরাবরই ব্যতিক্রম। বামেরা বর্তমানে ক্ষমতায় না থাকলেও তাঁরা বরাবরই একইভাবে বামেদের হয়ে সওয়াল করেছেন।

প্রসঙ্গত মঙ্গলবার বাঘাযতীন সংলগ্ন পঞ্চসায়ার শহিদ স্মৃতি কলোনিতে প্রচারের সময় বিক্ষোভের মুখে পড়েছিলেন বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, পতাকা ছিঁড়ে দেওয়া হয়। তখনও ফেসবুকে ঘটনার তীব্র বিরোধিতা করছিলেন শ্রীলেখা।

অন্যদিকে, বুধবার তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামতে দেখা গিয়েছিল ছোটপর্দার 'জুন আন্টি' ঊষসী চক্রবর্তীকে। সেখানেও তাঁদের সঙ্গে দেখা গিয়েছিল দীপ্সিতাকে। ঊষসী অবশ্য বরাবরই বামপন্থী। খ্য়তনামা সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে তিনি। এর আগে সৃজন ভট্টাচার্যের হয়েও যাদবপুরে মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল ঊষসীকে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.