‘অমানবিকের মতো ওদের তাড়িয়ে দেবেন না।' রবিবার সকাল সকাল কাতর আর্তি জানিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় লিখলেন শ্রীলেখা মিত্র। কাদের কথা ভেবে এই আবেদন করলেন শ্রীলেখা?
অভিনেত্রীর পোস্টটি পুরোটা পড়লেই বুঝবেন, সারমেয়দের কথা ভেবেই কথাগুলি লিখেছেন শ্রীলেখা মিত্র। কারণটা নিশ্চয় অনেকেই আন্দাজ করতে পারছেন। হ্য়াঁ, ঘর্ণিঝড়ের কথা মাথায় রেখেই সকলের কাছে কুকুর, বিড়ালদের জন্য মানবিক হওয়ার বার্তা দিয়েছেন শ্রীলেখা। বঙ্গোপসাগড়ে তৈরি হয়েছে ঘূণিঝড় ‘রেমাল’। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের রূপ আরও ভয়াবহ আকার ধারণ করবে।
দুর্যোগের সময় সময় রাস্তাঘাটে অনেকসময়ই বিপদের মধ্যে পড়ে যায় কুকুর বিড়ালরাও। তবে তারপরেও তাদের প্রতি কিছু মানুষ অমানবিক হয়ে ওঠেন। এমন উদাহরণের সাক্ষী হয়ত আমি-আপনি অনেকেই। আর সেকথা ভেবেই সকলের কাছে এই আবেদন করেছেন শ্রীলেখা মিত্র।
মনোজ দাস নামে এক ব্যক্তির পোস্ট শেয়ার করেন শ্রীলেখা। সেই পোস্টে লেখা ঘর্ণিঝড়ের সময় বাড়িতে কুকুর-বিড়াল আশ্রয় নিতে এলে ওদের অমানবিকের মতো তাড়িয়ে দেবেন না। তাদেরও প্রাণ আছে, মৃত্যুর মুখে ওদের ঠেলে দেবেন না।’ পোস্টের ক্যাপশানে অভিনেত্রী লেখেন, ‘দয়া করে এই প্রাণীদের প্রতি আপনার মানবিকতা দেখান। ওদের তাড়িয়ে দেবেন না। ওদেরও প্রাণ আছে, ওদের বিভিন্ন ব্যাথা, যন্ত্রণা, আবেগের মধ্যে দিয়ে যেতে হয়।’
শ্রীলেখার এই পোস্টে অনেকেই সহমত প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, ‘একদম সঠিত বার্তা’।
প্রসঙ্গত, হাওয়া অফিস জানিয়েছে, রবিবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। দফায়-দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এক ঘণ্টায় ২০-৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সন্ধ্যের দিকে কলকাতায় ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতায় দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ৯০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
তাই হাওয়া অফিসের পরামর্শ এদিন সন্ধ্যার আগে কাজ মিটিয়ে বাড়ি ফিরে আসাই ভালো। সন্ধ্যায় ঝড়ের দাপট বাড়বে। কলকাতায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে ।