৪ জুন মঙ্গলবার, যত সময় এগোচ্ছে, বাড়ছে উত্তাপ। এক তো জমিয়ে গরম আজকে, তার ওপরে ভোটের আলাদা উত্তাপ তো রয়েইছে। রাজ্যে এগিয়ে তৃণমূল। প্রায় ৩১টি আসনে এগিয়ে আছে ঘাসফুল। এদিকে বিজেপি এগিয়ে ১০টি আসনে। কংগ্রেস আটকে ১টি আসনে। এদিকে বামেদের ভাঁড়ার শূন্য।
চলতি নির্বাচনে বেশ কিছু আসনে হেভিওয়েট প্রার্থী দিয়েছিল বামফ্রন্ট। দমদমে সুজন চক্রবর্তী, যাদবপুরে সৃজন, শ্রীরামপুর লোকসভায় দীপ্সিতা ধর-- কোথাও ছিড়ল না শিঁকে। নিসন্দেহে হতাশা বাম সমর্থকদের।
দিনের শুরুতেই একটি পোস্ট এল শ্রীলেখা মিত্রের থেকে। ছবিতে একটি কাগজে কাস্তে হাতুড়ি তারা। আর লেখা, ‘এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না’। আর এটি শেয়ার করে শ্রীলেখা লিখলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারের ফলাফল যাই হোক…’
আরও পড়ুন: ৯ মাস বয়সে লোকসভা ভোটের ভাগ্য ঘোষণা! তৃণমূল জিতবে, জানিয়ে দিল অনীকের ছেলে
এবারে লোকসভা ভোটের প্রচারেও অংশ নিতে দেখা গিয়েছিল শ্রীলেখা মিত্রকে। সিপিআইএম নেতৃবৃন্দ ব্যারাকপুরে কেন্দ্রের জন্য ভরসা করেছিলেন তারকা প্রার্থী দেবদূত ঘোষের উপরে। সেই প্রচারে গিয়েছিলেন শ্রীলেখা। প্রচারের সময়ও শ্রীলেখাকে বলতে শোনা গিয়েছিল, ‘৫০০ বা ১০০০ টাকার জন্য নিজেদের বিবেককে বিসর্জন দেবেন না প্লিজ’। যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্যের হয়েও প্রচার করেন, দিপ্সিতাকে পাশে নিয়ে।
আরও পড়ুন: মেয়ের জন্মে আনন্দে বরুণ, শুভেচ্ছা প্রিয়াঙ্কা-করণের! প্রথম সন্তানের নাম কী রাখলেন
শ্রীলেখার এই পোস্টে এক অনুরাগী মন্তব্য করেন, ‘দপ্তর পাল্টাবে না যারা, তারা সঠিক ভাবেই বামপন্থী এবং স্বার্থ নির্ভর রাজনীতি তে বিশ্বাসী নয়৷ কিন্তু এটাও ঠিক যে শুধু সমর্থন যথেষ্ট নয়।গ্রামকেন্দ্রিক অন্চলগুলোয় আরও বেশী করে জনসংযোগ দরকার।’ দ্বিতীয়জন লিখলেন, ‘ভালো পোস্ট। মন ভালো করল একটু।’
আরও পড়ুন: প্রথম বিয়েতে মেলেনি সুখ! দ্বিতীয় স্ত্রী দেবলীনাকে কীভাবে প্রপোজ করেন গৌরব
তৃণমূল থেকে বিজেপি, যে কোনও দুর্ণীতির পক্ষেই গলা চড়ান শ্রীলেখা। বামমনস্ক হওয়ার কারণে নন্দনে হওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হোক বা বিজয়া সম্মেলনী, কিছুতেই ডাক আসে না। সেসব নিয়ে অবশ্য আর দুঃখও পান না। মার্চে যখন মুখ্যমন্ত্রীর মাথায় চোট লাগে, তখনও শ্রীলেখার পোস্ট অনেক বিতর্ক তৈরি করেছিল।
মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়ার ঘটনার পর ফেসবুকের পাতায় কারোর নাম না করে একটা পোস্ট করেন বাম সমর্থক, অভিনেত্রী শ্রীলেখা মিত্র। লেখেন, ‘মেকআপ আর্টিস্ট টা কে ভাই? পরবর্তী অস্কার নমিনেশন এর জন্য খোঁজা হচ্ছে।'
শুধু তাই নয়, লোকসভা ভোটের আগে শোনা যাচ্ছিল তিনি এবার বামেদের হয়ে ভোট লড়বেন। সেই সময় অনেকেই ভেবেছিলেন হুগলিতে রচনা-লকেটকে টক্কর দিতে বামেরা নামাবে শ্রীলেখাকে। সেই সময় সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমি বরাবরই প্রকাশ্যে রাজনীতি নিয়ে কথা বলি। তাই অনেকে মনে করেন, হয়তো আমার কোনও অভিসন্ধি রয়েছে। তাই হয়তো এরকম রটেছে। আর সিপিআইএম তো এরকম একটা দল নয়, যারা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয় হওয়ার জন্য আমায় টিকিট দেবে।’