বৃহস্পতিবার সকালটা বুক চাপা কষ্ট নিয়ে এল বাংলার লাখ-লাখ মানুষের জন্য। বামফ্রন্টের শেষ মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন না ফেরার দেশে। বহুদিন ধরেই ছিলেন অসুস্থ, বিছানা নিয়েছিলেন একেবারে। ৮ অগস্ট থেমে গেল জীবনের ঘড়ি। চলে গেলেন, কমরেডদের পিতৃহারা করে।
সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই শোকবার্তা শেয়ার করেছেন একাধিক তারকা। পোস্ট এল শ্রীলেখা মিত্রের থেকেও। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি শেয়ার করে শ্রীলেখা লিখলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য… একটা যুগের অবসান হল। কমরেড লাল স্যালুট।’ এরপর গানের লাইন ব্যবহার করেন তিনি, ‘ও আলোর পথযাত্রী…’। আর সবশেষে লেখেন, ‘আপনি চলে গিয়ে বেঁচে গিয়েছেন’।
আরও পড়ুন: প্রয়াত হলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী চিরনিদ্রায়
মৃত্যুর সময় বুদ্ধদেব ভট্টাচার্যে বয়স হয়েছিল ৮০ বছর। ২০০১-২০১১, টানা ১১ বছর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ফুসফুসের সমস্যাতে ভুগছিলেন। সকাল ৮টা ২০ নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে খবর, গত ৩ দিন জ্বরে ভুগছিলেন তিনি। তবে সকাল থেকে জ্বর বাড়ে। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছিল। তবে সেই সময় তিনি দেননি।
আরও পড়ুন: শ্রান্ত পথিকের থামল লড়াই, স্মরণে বুদ্ধদেব ভট্টাচার্য
শ্রীলেখার পোস্টে মন্তব্য করে এক নেট-নাগরিক লিখলেন, ‘লাল সেলাম কমরেড, একজন রাজনৈতিক আদর্শকে হারালাম’। দ্বিতীয়জন লেখেন, ‘আরও একবার আমরা অবিভাবক হীন হলাম৷ শান্তিতে থাকুন স্যার’। তৃতীয়জন লেখেন, ‘অনেক বোঝা, অপপ্রচার থেকে মুক্তি পেলেন’।
চতুর্থজন লেখেন, ‘নিঃসন্দেহে, আমার রাজনৈতিক মতপার্থক্য আছে… তবে পশ্চিমবঙ্গের জন্য তিনি যে ভালো কিছু করতে চেয়েছিলেন, তার জন্য আমি তাঁকে আমার অন্তর থেকে শ্রদ্ধা করি... একজন ব্যক্তি এবং সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে সৎ এবং প্রকৃত মন্ত্রী.. আপনি থাকবেন আমাদের হৃদয়, ওম শান্তি।’
জানা যাচ্ছে, এদিন বেলা সাড়ে বারোটা পর্যন্ত পাম অ্যাভিনিউতে থাকবে বুদ্ধদেববাবুর মরদেহ। তার পর দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। রাতভর সেখানে দেহ সংরক্ষণ করা হবে। শুক্রবার সকাল ১২ টায় দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে। দিনভর সেখানেই থাকবে দেহ। বিকেল ৪ টেয় হবে শেষযাত্রা। দেহদান করানো ছিল তাঁর। সেই মতোই সব ব্যবস্থা নেওয়া হবে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অনুরাগীদের ঢল। শেষ যাত্রায় চোখের জলে ভিজছে অনুগামীরা।