নুসরত জাহান কদিন আগে পাউডার ব্লু ড্রেসে কিছু ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই তাঁকে নিয়ে নোংরা ট্রোল চলেছিল। বিশেষ করে, কটাক্ষ করা হয়েছিল অভিনেত্রীর স্তনের আকার নিয়ে। এখানেই শেষ নয়, একাধিক পেজ থেকে অথবা পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও ট্রোল করে ক্যাপশন দিয়ে, অভিনেত্রীর ছবি ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে। সেরকমই একটা পোস্ট শেয়ার করে, এবার প্রতিবাদে সরব হলেন শ্রীলেখা মিত্র।
সৌরভ মণ্ডল নামের এক ব্যক্তি নুসরত জাহানের ছবি শেয়ার করে লিখেছেন, ‘নর্দমাতে পলিথিন পড়ে থাকলে, তাতে জল ঢুকে থাকলে, যেভাবে কেলিয়ে যায়, ঠিক তেমন লাগছে’। সঙ্গে জোড়া হয়েছিল কিছু হাসির ইমোটিকন।
আরও পড়ুন: 'ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে ভাবিনি', দাদাসাহেব ফালকে পেয়ে বললেন মিঠুন
এবার সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে শ্রীলেখা লিখলেন, ‘চিনে নিন সম্ভাব্য ট্রোলারদের। নুসরত হোক বা পাড়ার সোনামণি, কারও ব্যাপারে এরকম মন্তব্য করা থেকে বিরত থাকুন।’
তিনি আরও লিখলেন, ‘এই সমস্ত মানুষের মন্তব্যকে আনুন জনসম্মুখে, যতক্ষণ না এরা ক্ষমা চাইছে। সাহস বাড়াবেন না এদের। সাইবার ক্রাইমের আইন আরও কড়া হওয়া দরকার। এমন নয় নুসরত আমার কাছের মানুষ। বরং অনেককিছু মিলিয়ে আমার থেকে অনেক দূরুত্ব ওর, তবে এর আগেও নিয়েছি, এখনও এই ধরনের আশালীন আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবই।’
আরও পড়ুন: গোলুমোলু পরিণীতি চোপড়া নন, ইশকজাদে সিনেমার নায়িক হওয়ার কথা ছিল এই সুন্দরীর
নুসরত জাহানকে ট্রোল করা এই ব্যক্তির, আরও একটি পোস্ট শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র। যেখানে সে আরজি করের ধর্ষণ ও খুনের বিচার চেয়েছিল। অবশ্য এই ঘটনা নতুন কিছু নয়। কদিন আগেই খবর এসেছিল, রাত দখলের রাতে সামিল হওয়ার পর আলাপ হওয়া দুটি ছেলে মিলে শ্লীলতাহানি করেছে একটি মেয়ের।
আরও পড়ুন: অষ্টমী রাতে আগুনে ভস্মীভূত হয় সাধের…! HT Bangla-কে সেই ভয়াবহ অভিজ্ঞতা বলল শাশ্বত
অনলাইন হওয়া এই ট্রোল কালচারের মুখে বারংবরা পড়তে হয় শ্রীলেখাকে। বিশেষ করে শাসক দলের বিরোধিতা করাতেও,তাঁকে নিয়ে নোংরা মন্তব্য পড়ে। বিভিন্ন তৃণমূল সমর্থক ব্যাক্তি বা পেজ থেকে তাঁকে নিয়ে মিম বানানো চলতে থাকে।
এমনিতে নুসরত আর শ্রীলেখার রাজনৈতিক পথ সম্পূর্ণ আলাদা। কারণ, শ্রীলেখা সরাসারি রাজনীতি না করলেও, বাম-সমর্থক হিসেবে পরিচিত। আর নুসরত হলেন তৃণমূল কংগ্রেসর প্রাক্তন সাংসদ।