আরজি কর নিয়ে প্রতিবাদ করে, রাস্তায় মিছিল করে, কম ট্রোলের মুখে পড়তে হয়নি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। তাঁকে নিয়ে বানানো হয় মিম। শাসক দলের সদস্যরা তাঁকে ট্রোল করতে নানা ধরনের নোংরা পোস্টও করেছিলেন সোশ্যালে। আরজি কর নির্যাতিতার হয়ে বিচার চাওয়ায়, এহেন আক্রমণ মানসিকভাবেও পর্যদুস্ত করে দেয় অভিনেত্রীকে। তিনি মাঝে বেশ কিছুদিন নিজেকে সরিয়েও রাখেন সবকিছু থেকে।
বর্তমানে শ্রীলেখা আরজি কর নিয়ে পোস্ট করলেও, সংখ্যা অনেক কম। তবে তিনি একটি ভিডিয়ো শেয়ার করলেন সোশ্যালে, যা অনেকেরই নজর কেড়েছে। যেখানে দেখা যাচ্ছে, কোনো এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাজছে চটুল গান। তাতে নাচ করছেন এক নারী। আর সেই অনুষ্ঠানের পিছনে কালো ব্যানার টাঙানো, যেখানে লেখা উই ওয়ান্ট জাস্টিস। এখানেই শেষ নয়, নীচে আবার ছোট ছোট করে সিবিআই।
আরও পড়ুন: বাড়িতে থেকেই আরজি কর নিয়ে অভিনব প্রতিবাদ আদৃত-কৌশাম্বির, ভিডিয়ো দিল প্যানপেজ
এই ভিডিয়ো শেয়ার করে শ্রীলেখা লিখলেন, ‘নব জাগড়ন। আবার #CBI !!! মরি মরি’। তবে ঠিক কোথাকার এই ভিডিয়ো এবং কবের তা স্পষ্ট নয়। তবে সৌভিক ভদ্র নামে যিনি এটি শেয়ার করেছেন তিনি জানিয়েছেন, এটি কলেজ স্ট্রিট, বাটার কাছে তোলা। শ্রীলেখার প্রশ্নের জবাবেই তেমনটা বলেছিলেন তিনি। শ্রীলেখা ঘুরিয়ে ফের প্রশ্ন করেছিলেন, ‘তৃণুদের’? তাতে ওঁর জবাব, ‘মন সংস্কৃতিমনস্ক আর কারাই বা আছে?’
বলে রাখা ভালো, আরজি করের ঘটনার তদন্তের ভার কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআই-এর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাই বেশিরভাগ তৃণমূল সমর্থকই দাবি করছেন, রাজ্য বা মমতা বা কলকাতা পুলিশের কাছে বিচার না চেয়ে, বিচার চাওয়া উচিত সিবিআইয়ের কাছে। কারণ, প্রায় ১ মাস হয়ে গেল তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা।
আরজি কর তরুণীর মৃত্যুতে অনেকেই দাবি করেছেন, খুনই উদ্দেশ্য ছিল, ধর্ষণ শুধু নজর সরানোর চেষ্টা। দাবি, আরজি করে দীর্ঘদিন ধরে চলে আসছিল দুর্নীতি, সিন্ডিকেট রাজ। পশ্চিমবঙ্গের সব মেডিকেল কলেজেই চলে নাকি থ্রেট কালচার। যেখানে টাকা ঢাললে, পরীক্ষায় নম্বর পাওয়া, পাশ করা সম্ভব। আর তেনাদের চক্ষুশূল হলেই সব শেষ! একাধিক নামও উঠে এসেছে, যারা এই থ্রেট কালচারের মাথায় ছিল। আর এদের বেশিরভাগের সঙ্গেই তৃণমূলের যোগাযোগ প্রতিষ্ঠা পেয়েছে।