বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha-Rukmini: রুক্মিণীকে বিঁধে বিনোদিনী হলেন ‘জিকে দিদি’ শ্রীলেখা,দাবি ‘আমার মাথায় রামদেবের হাত নেই!'

Sreelekha-Rukmini: রুক্মিণীকে বিঁধে বিনোদিনী হলেন ‘জিকে দিদি’ শ্রীলেখা,দাবি ‘আমার মাথায় রামদেবের হাত নেই!'

বিনোদিনী নিয়ে ‘চুলোচুলি’

Binodiini Ekti Natir Upakhyan Row: ‘রোগা’ বিনোদিনী নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে শ্রীলেখা। রুক্মিণী চুপ থাকলেও মুখ খুলেছেন ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির প্রযোজক অরিত্র দাস। সেই কটাক্ষের পালটা জবাব শ্রীলেখার। 

‘রোগা ছিলেন কি বিনোদিনী?’ ফেসবুকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন শ্রীলেখা মিত্র। সেই নিয়ে ধুন্ধুমার কাণ্ড গত ২৪ ঘন্টায়। বিনোদিনী রুপে রুক্মিণীকে ‘কটাক্ষ’ করায় শ্রীলেখাকে পালটা জবাব দেন ছবির পরিচালক ও প্রযোজক। এবার ফের বিস্ফোরক শ্রীলেখা। মঙ্গলবার নিজের মন্তব্য নিয়ে শুধু সাফাই দিলেন না, বরং ‘নটী বিনোদিনী’র লুকে নিজের ছবিও পোস্ট করলেন। জানালেন, এই ঐতিহাসিক চরিত্রের সঙ্গে তাঁর যোগ কতটা নিবিড়।

রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনায় টলিউডে তৈরি হচ্ছে ‘নটী বিনোদিনী’র বায়োপিক। সোমবার থেকে সেই ছবির শ্যুটিং শুরু হয়েছে, গতকালই নটী বিনোদিনী রূপে প্রকাশ্যে আসেন রুক্মিণী মৈত্র। ছবির পোস্টারে রুক্মিণীর রাজকীয় সাজ অনেকেরই চোখ টেনেছে। তবে বাহবার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছেন দেবের বান্ধবী। শ্রীলেখা মিত্র ফেসবুকে জানতে চেয়েছিলেন, বিনোদিনী এতখানি রোগা ছিলেন কিনা। বডি শেমিং নিয়ে বারবার সরব হওয়া শ্রীলেখা কি তবে রুক্মিণীকে বডি শেম করলেন না? প্রশ্ন অনেকেরই। তবে সেই নিয়ে কোনও জবাব দেননি অভিনেত্রী।

শ্রীলেখার কটাক্ষ নজর এড়ায়নি শ্রীলেখার। রাত পেরোতেই পালটা জবাবে লেখাতে, ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির অন্যতম প্রযোজক অরিত্র দাস ফেসবুকে লেখেন, ‘যিনি ‘রোগা’ বিনোদিনী নিয়ে খুব চিন্তিত, তাঁর উদ্দেশে আমাদের একটাই বক্তব্য। এর আগে যাঁরা পর্দায় ‘বিনোদিনী’ হয়েছেন, দীনেন গুপ্তর ছবিতে দেবশ্রী রায় এবং গুলজারের ধারাবাহিক ‘তেরাহ পানহে’-তে হেমা মালিনী। এঁরা কি কেউ মোটা ছিলেন?’ সঙ্গে অরিত্রর সংযোজন ‘ভগৎ সিংকে কি অজয় দেবগনের মত দেখতে? নাকি ঝাঁসির রানি লক্ষ্মীবাইকে কঙ্গনার মতো? সুশান্ত সিংকে ধোনির মতো দেখতে? শাশ্বত চট্টোপাধ্যায়কে কি ঋত্বিক ঘটকের মতো দেখতে? অরুন্ধতী দেবীকে কি ভগিনী নিবেদিতার মত দেখতে? আর কত নাম নেব?’ শ্রীলেখার সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের ক্লাস নেওয়া উচিত বলেও মন্তব্য করেন অরিত্র।

এরই জবাবে অভিনেত্রী মঙ্গলবার ফেসবুকে লিখেন কাউকে অপমান করেননি তিন। শ্রীলেখা লেখেন, ‘কোনও এক সময়ে বিনোদিনীর চরিত্রে সুমন ঘোষের ছবিতে, আমি তোমাদের জিকে দিদি। অরিত্র দাস বিনোদিনীর সম্পর্কে পুরো পড়াশোনা করা আমার। সেটা আজ থেকে নয়, স্কুলে পড়তে যখন বাবা নাটক করেছিল নটী বিনোদিনীকে নিয়ে তখন থেকে। আর কাউকে অপমান করতে আমি পোস্ট দিইনি, সেটা আমি করি না। সমালোচনা আর অপমান করা দুটো এক জিনিস নয়। আমাকে জিকে দিদি ইত্যাদি না বলে ছবিটা ভালোভাবে বানাও। রাম কমল মুখোপাধ্যায়, আমার মতো যাদের মাথায় রামদেব বাবার হাত নেই তাঁরা এমনিও চুপ করে যাবে। আর হ্যাঁ, বাংলা ছবির পাশে….’

ছবির পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ও ‘রোগা বিনোদিনী’ সম্পর্কে ‘বন্ধু’র (পড়ুন শ্রীলেখা) চিন্তা নিয়ে মুখ খুলেছেন। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত নিজের ছবি সম্পর্কিত আর্টিকেল শেয়ার করে লেখেন, ‘হয়ত ওঁনারা আমাদের মিউচুয়্যাল বন্ধুর মতো বিনোদিনী সম্পর্কে জ্ঞানী নন, তবে সমালোচনা না করে আমাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন’।

প্রসঙ্গত, এই ছবিতে রুক্মিণী ছাড়াও দেখা মিলবে কৌশিক গঙ্গোপাধ্য়ায়, গৌতম হালদার, রাহুল বোসের মতো অভিনেতাদের।

 

বায়োস্কোপ খবর

Latest News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু Sunrisers Hyderabad বনাম Royal Challengers Bengaluru ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড 'এখন তো শুধু মেরুকরণ,কোনও ধর্মীয় কাটামোর জন্য আমি ১টাকা দেব না', সাফ কথা বিদ্যার মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা গ্রহণ করেও পদক্ষেপ স্পষ্ট করল না HC ‘‌আগে দেবাংশুর সঙ্গে লড়ুন’‌, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা তাপপ্রবাহের দানবীয় দাপট বাংলায়! রয়েছে বৃষ্টিরও খবর, আবহাওয়ার আপডেট একঝলকে বড়দের সাথে একমঞ্চে বসলেন না, ভিড়ের হাত থেকে বাবাকে আগলে ‘লক্ষ্মীছেলে’ অভিষেক

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.