বাংলা নিউজ > বায়োস্কোপ > 'জানি আমার আরও খারাপ হাল করবেন', মধ্যরাতে আরজি কর পৌঁছে চাঁচাছোলা ভাষায় মমতাকে আক্রমণ শ্রীলেখার

'জানি আমার আরও খারাপ হাল করবেন', মধ্যরাতে আরজি কর পৌঁছে চাঁচাছোলা ভাষায় মমতাকে আক্রমণ শ্রীলেখার

চাঁচাছোলা ভাষায় মমতাকে আক্রমণ শ্রীলেখার

Sreelekha on Mamata Banerjee: ১৫ অগস্ট ফের অনেকে আরজি কর হাসপাতালে গিয়েছিলেন প্রতিবাদ জানাতে আর তাঁদেরই অন্যতম ছিলেন শ্রীলেখা মিত্র। তিনি সেখানে গিয়ে সাফ সাফ মুখ্যমন্ত্রীর জন্য একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন।

১৪ অগস্ট রাত দখলের পর ১৫ অগস্ট ফের অনেকে আরজি কর হাসপাতালে গিয়েছিলেন প্রতিবাদ জানাতে আর তাঁদেরই অন্যতম ছিলেন শ্রীলেখা মিত্র। তিনি সেখানে গিয়ে সাফ সাফ মুখ্যমন্ত্রীর জন্য একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন। জানিয়ে দেন অন্য অনেকে ক্ষমতা এবং অর্থের কাছে বিকিয়ে গেলেও তিনি কোনও দিন বিকিয়ে যাবেন না।

আরও পড়ুন: 'কবে স্বাধীনভাবে ঘুরতে পারব মেয়েরা?' আরজি কর কাণ্ডে প্রশ্ন রচনার, ক্যামেরার সামনে ডুকরে কেঁদে উঠলেন দিদি নম্বর ওয়ান

আরও পড়ুন: 'শাসক ভয় পায় কেন?', 'রাত দখল'- এর রাতেই আরজি করে প্রবল ভাঙচুর, প্রতিবাদে সরব ঋত্বিক-অঙ্কুশ

কী বলেছেন শ্রীলেখা মিত্র?

এদিন নবরস টকিজকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র জানান, ' আরে ধনধান্যে পুষ্পে ভরা, আপনি ছাড়ুন তো দিদি। আপনি অনেক নাটক করেন। আপনি ওই সিরিয়ালে, ২১ জুলাইয়ের মঞ্চে সাদা পোশাক পরে চশমা পরে গিয়ে বসে থাকেন। অনেক নাটক করেছেন। আমি জানি এরপরে আপনারা আমার আরও খারাপ অবস্থা করবেন। এমনিতেই করেছেন। আরও করবেন আমি জানি। কিন্তু সবাইকে আপনি কিনতে পারেননি। আর তাঁদের মধ্যে একজন শ্রীলেখা মিত্র। সরি।'

এরপরই অভিনেত্রীকে কন্যাশ্রী প্রকল্প, পুজোয় ক্লাবকে অনুদান দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শ্রীলেখা বলেন, 'এই যে কন্যাশ্রী প্রকল্পের যে টাকাটা দিচ্ছেন, এই যে ৮৫ হাজার টাকা ক্লাবে দিচ্ছেন মাটির দুর্গাপুজো করার জন্য আর এখানকার মেয়েরা, ওরা কেউ দুর্গা সেটা বলছি না। সাধারণ মেয়ে। সাধারণ মেয়ে একজন, তার কোনও নিরাপত্তা নেই। তার আরেকটা বাড়ি হল তার ওয়ার্ড যেখানে সে কাজ করছে সেখানে তার কোনও নিরাপত্তা নেই। আপনি কি কন্যাশ্রী করছেন? ওই টাকায় হাসপাতালগুলোকে উন্নত করুন না। আসল অপরাধীদের ধরুন না, নিজের দলের হলেও একটা উদাহরণ তৈরি করুন না।'

আরও পড়ুন: 'আমাদের লোকজন এটা করেনি...' সোহিনীদের জমায়েতের নাম করে যাদবপুর থানা ভাঙচুরের চেষ্টা! প্রতিবাদ করে কী বললেন অভিনেত্রী?

আরও পড়ুন: 'শিরদাঁড়া, কি দাঁড়ায়?' আরজি কর কাণ্ডে গানে গানে প্রশ্ন তুললেন গৌরব,সায়নের গলায় বাংলাদেশ থেকেও ভেসে এল প্রতিবাদী সুর

বাদ দেননি মৃতার পরিবারকে মুখ্যমন্ত্রী যে টাকা দিতে চেয়েছেন সেটা নিয়ে কথা বলতে। শ্রীলেখা বলেন, 'আর আপনারা কে যে ঠিক করছেন একজন বাবা মায়ের কাছে তাদের মেয়ের দাম দশ লাখ টাকা! টাকা দিলেই হয়ে গেল দিদি? বাবা মায়েরা শান্ত হয়ে যাবেন?'

বায়োস্কোপ খবর

Latest News

একাধিক নিয়ম ভেঙে রেজিস্ট্রেশন বাতিল সন্দীপের! উঠছে গুরুতর সব অভিযোগ বাহিনী জেরে স্কুলে বিদ্যুৎ বিল লাখের কাছে, কেন্দ্রের কাছে আদায় করতে চায় রাজ্য ১ কোটি টাকা নিয়ে অবসর! EPFO-তে জমবে আরও বেশি টাকা, বড় পরিবর্তন করতে পারে সরকার এখনও রমরমিয়ে চলছে বয়স ভাঁড়ানো, বিস্ফোরক সন্দেশ ঝিঙ্গান প্রেমিকাকে ইমপ্রেস করতে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে সলমনের বাবাকে মিছিমিছি হুমকি! ‘রাজনৈতিক যোগ না থাকলে এত টাকা কোথা থেকে পাচ্ছেন জুনিয়র ডাক্তাররা?’ চোরকে বেঁধে মারধর করার পর খেতেও দেওয়া হলো তাকে, বিরল কান্ড তেলেঙ্গানায় এবার মায়ের আগমন পালকিতে, জেনে নিন পুজোর কোন দিনে পড়েছে কোন তিথি ও সামগ্রী তালিকা নিজে আইনজীবী হয়েও জন্য অত উকিল রেখেছেন কেন? RG Kar কাণ্ডে মমতাকে তোপ শ্রীলেখার IND vs BAN 1st Test Day 2 Live: চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.