বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha on Rituparna: ‘আমিও তো মহিলা…ইডি-র ডাক পাঠানো মহানায়িকা’র পাশে দাঁড়ানোয় টলিউডকে একহাত নিলেন শ্রীলেখা!

Sreelekha on Rituparna: ‘আমিও তো মহিলা…ইডি-র ডাক পাঠানো মহানায়িকা’র পাশে দাঁড়ানোয় টলিউডকে একহাত নিলেন শ্রীলেখা!

‘আমিও তো মহিলা…ইডি-র ডাক পাঠানো মহানায়িকা’র পাশে দাঁড়ানোয় টলিউডকে তোপ শ্রীলেখার

Sreelekha on Rituparna: শ্রীলেখাকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ নিয়ে চুপ থাকে টলিউডের প্রমিলা ব্রিগেড, তারা আজ ঋতুপর্ণার পাশে। প্রশ্ন তুলে বিস্ফোরক শ্রীলেখা। 

বুধবার রাতে শ্যামবাজারে আরজি করের নির্যাতিতা চিকিৎসকের হয়ে বিচার চাইতে গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত! ‘গো-ব্যাক’ স্লোগান তোলা হয় অভিনেত্রীকে লক্ষ্য় করে। এখানেই থামেনি একদল জনতা, রীতিমতো অভিনেত্রীর দিকে তেড়ে আসা হয়। গাড়ির উপর হামলা চালানো হয়। এই বর্বরোচিত ঘটনার নিন্দায় সরব হয়েছেন টলিউডের একটা বড় অংশ। সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, চৈতি ঘোষাল, স্বস্তিকা মুখোপাধ্যায়রা পাশে দাঁড়িয়েছেন ঋতুপর্ণার।

কিন্তু এই ঘটনা নিয়ে উলটো সুর শ্রীলেখার গলায়। শুক্রবার প্রায় মধ্যরাতে ঋতুপর্ণাকে বিঁধে পোস্ট করেন অভিনেত্রী। যদিও সরাসরি তাঁর নাম নেননি শ্রীলেখা। লেখেন, ‘দু-বার ইডির ডাক পাওয়া মহা নায়িকা’।

শ্রীলেখা ফেসবুকে ঠিক কী লিখেছেন?

'যারা দু-বার ইডি-র ডাক পাঠানো মহানায়িকার পাশে দাঁড়িয়েছেন এই বলে যে একজন মহিলা বা সেলিব্রিটির অসম্মান করা হল, তাদের নিশ্চয় এই পোস্টগুলো চোখে পড়েনি ধরে নিতে বাধ্য হলাম।

শেষবার আমি যখন নিজেকে চেক করি তখনও তো মহিলাই ছিলাম, যদিও কখন নিজেকে সেলিব্রিটি বলে দাবি করিনি। সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষাল, সোহিনী সরকারকে ট্যাগ করতে পারলাম না, টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড আমি'।

শ্রীলেখার পোস্ট
শ্রীলেখার পোস্ট

এই পোস্টে শ্রীলেখাকে নিয়ে লেখা অসংখ্য মিম কিংবা কুরুচিকর পোস্টর স্ক্রিনশট দেন অভিনেত্রী। কোথাউ লেখা রয়েছে, ‘লাউমাসি শ্রীলেখা’, কোথাউ আবার মদের গ্লাস হাতে অভিনেত্রীর ছবি পোস্ট করে তাঁকে ট্রোল করা হয়েছে। লেখা- ‘এক পেগ হবে নাকি মাকু, লাল সেলাম…’। কেউ কেউ তো এমনটাও লিখেছেন, ‘শ্রীলেখার আত্মার শান্তি কামনা করি’। 

আর জি কর মামলায় শুরু থেকেই প্রতিবাদে সুর চড়িয়েছেন শ্রীলেখা মিত্র। শুধু ফেসবুকে সীমিত থাকেনি তাঁর প্রতিবাদ, রাস্তায় নেমে ওই তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনীদের কঠোর শাস্তির দাবি করেছেন অভিনেত্রী। বরাবরই স্পষ্টবাদী শ্রীলেখা। তাঁর আফসোস এই সময়ে কোনও সেলেবই তাঁর হয়ে মুখ খোলেননি। 

ঋতুপর্ণাকে হেনস্থা করাটা উচিত হয়নি। নেটিজেনদের এমন মন্তব্যের জবাবে শ্রীলেখা পালটা বলেন, ‘শোনো যে শাঁখ বাজানোর শব্দ পোস্টে ব্যবহার করে অসম্মান করে এই আন্দোলনটাকে আর যারা তার কষ্টে ব্যাথিত হলেন তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছি তাহলে, (তাহলে) আর চটিচাটাদের সাথে পার্থক্য কী থাকল?’ 

ঋতুপর্ণার বিরুদ্ধে আগেও স্বজনপোষণের অভিযোগ এনেছেন শ্রীলেখা। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির বিরুদ্ধে একরাশ অভিযোগ উগরে দিয়েছিলেন তিনি। পান থেকে চুন খসলেই ঋতুপর্ণাকে কটাক্ষ করতে ছাড়েন না তিনি। তবে এবার সকলে সহমত হলেন না শ্রীলেখার সঙ্গে। 

প্রসঙ্গত, গতকাল রাতে ঋতুপর্ণা সেনগুপ্তকে আক্রমণ ঘটনায় ইতিমধ্যেই শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন সিবিআই দফতরে রাজ্য পুলিশের কর্তা, সেই ডিসি নর্থ! বেরোলেন ঘণ্টাখানেক পরে মাত্র ৪৯ বছর বয়সে জীবনাবসান মাঙ্গে খানের, লোক শিল্প হারালো অনবদ্য এক গায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত থেকে পিছিয়ে থ্রেট কালচারে অভিযুক্ত ৫পড়ুয়া সাসপেন্ড ৬ মাস কাশ্মীরে ভোটের ঠিক আগে পাঁচ বছর বাদে জেল থেকে মুক্ত সাংসদ রশিদ, তুঙ্গে জল্পনা নমাজের সময় ঢাক বাজাবেন না, দুর্গাপুজোয় শান্তিরক্ষায় নির্দেশ বাংলাদেশে এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার ভারতীয় সঞ্চালক! কে এই গুরুদায়িত্ব পালন করবেন? ৬তলা থেকে ঝাঁপ! বাবার আকস্মিক মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন বিধ্বস্ত মালাইকা ‘রাজনীতির খেলা নেই’,ভোররাতে কেন মেল মমতাকে? জবাব দিলেন ডাক্তাররা কাউন্টি ম্যাচে একাই ‘৯ উইকেট’ নিয়ে যুজবেন্দ্র চাহাল বোঝালেন, টেস্টের জন্য তৈরি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.