পুজো শেষ। বিজয়া হয়ে গিয়েছে। মা দুর্গাকে বিদায় জানানোর বিষাদের মধ্যেই চলছে শুভেচ্ছা বিনিময়ের পালা। বহু তারকাকেই এবার বিজয়ার শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। তবে এবার একটু অন্যভাবে বিজয়ার শুভেচ্ছা জানালেন স্বস্তিকা-শ্রীলেখা।
আরজি কর আবহে এবার পুজোয় আছেন, তবে এবার কোনও উৎসবে নেই। একথা পুজো শুরুর আগেই জানিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই মতোই উৎসব করতে দেখাও যায়নি তাঁকে। তবে কাজের খাতিরে এবার স্বস্তিকাকে 'টেক্কা'র প্রমোশনে যেতেও হয়েছে। তবে বিজয়া দশমীর দিন নিজের মা ও দুর্গামা মিলে মিশে একাকার হল স্বস্তিকার কাছে। স্বস্তিকা অবশ্য বহুদিন আগেই নিজের মাকে হারিয়েছেন। তাই কোনও এক বিজয়া দশমীতে নিজের বাড়ির পুজোয় তাঁর মা গোপা মুখোপাধ্যায়ের দেবীবরণের পুরনো ছবি পোস্ট করে আলোর প্রার্থনা করেছেন অভিনেত্রী।
স্বস্তিকা লেখেন, ‘মা গো মা যেখানেই আছো ভালো থেকো মা। শুভ বিজয়া। শুভ হোক, এই অন্ধকার ঘুচে আলো হোক। আবার এসো মা, এই জন্মে না হোক, পরের বার আমার মা হয়েই এসো। অপেক্ষায় আছি, থাকব।’
আরও পড়ুন-দশেরা উপলক্ষ্যে জেহ আলি খান ও স্কুলের অন্যান্য শিশুদের সঙ্গে ডান্ডিয়া খেললেন নীতা আম্বানি
আরও পড়ুন-আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার স্নিগ্ধা, তাঁর হাত ধরে বসে ‘ভালোবাসার মানুষ’ দেবাশিস
স্বস্তিকার এই পোস্টে তাঁকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। অভিনেত্রীর এই পোস্টের সঙ্গে এক নেটিজেন সুর মিলিয়ে লিখেছেন, ‘আমি তর্পন করতে গিয়ে এটাই বলি! বাবা - মাগো! তোমরা আমাকে আবার ধারণ কোরো! প্রতি জন্মে! আমার অনেক অনেক ভুল শোধরাবার চেষ্টা করবো! আমার সব অন্যায়!’ আরেকজন ইঙ্গিতে আরজি কর প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘না স্বস্তিকা, বিজয় হলেই বিজয়া, তাই অপেক্ষা’। কেউ আবার নিজস্ব মত প্রকাশ করে লিখেছেন, ‘মানুষের একবারই জন্ম হয়, মৃত্যুও একবারই হয়। পরের জন্ম বলে কিছু হয় না।’
এদিকে এবার শ্রীলেখা মিত্র বিজয়ায় সককে ভালোবাসা জানালেও শুভেচ্ছা জানাতে রাজি নন। তিনি নিজের ফেসবুকের পাতায় লেখেন, বিজয়ার ভালোবাসা। এই দ্রোহকালে কোন শুভেচ্ছা বার্তা দিচ্ছি না। এই দ্রোহকাল দ্রুত কাটুক।' আবার শ্রীলেখার মতোই আরও এক অভিনেত্রী রূপা ভট্টাচার্যও শুভ বিজয়া না লিখে, লিখেছেন, ‘এই বছর শুধুই বিজয়া। শুভ হোক আগামী।’
শ্রীলেখার এই পোস্টেও নেটিজেনদের কমেন্টের বন্যা বয়েছে। একজন লিখেছেন, ‘অশুভ শক্তির বিনাশ হোক.. ক্ষমতালোভীদের অপশাসনের অবসান ঘটিয়ে মানুষের জয় হোক যথার্থ মনুষ্য চেতনার জন্ম দিক’। পোস্টের নিচে আরও একজন কমেন্টে লিখেছেন, ‘বড়দের প্রণাম, ভালোবাসা বন্ধুদের । আর সেই সাথে সকলকে পথে নামার আহ্বান, স্বৈরাচারীর বিনাশ হোক’। আরও একজন লিখেছেন, ‘ভালোবাসা জানাই, আর পাপীদের নাশ দেখতে চাই।’
তেমনই রূপার পোস্টের নিচে এক নেটিজেন লিখেছেন, ‘যেদিন বিচার পাবে অভয়া, সেইদিন হবে আমাদের শুভ বিজয়ার মিছিল’। কারোর মন্তব্য, ‘বিচার আসুক। সব শুভ হোক।’ কারোর কথায়, ‘বিচার পাক অভয়া শুভ হোক বিজয়া’।