আরজি কর-কাণ্ড নিয়ে প্রথমদিন থেকেই সরব শ্রীলেখা মিত্র। মেয়েদের রাত দখলের কর্মসূচিতে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন বাম মনস্ক এই অভিনেত্রী। সিপিএমের দলীয় প্রচারেও শরিক হন শ্রীলেখা। তিনি ঘোষিত বাম-সমর্থক। মমতা সরকারকে আগেও বহুবার কাঠগড়ায় তুলেছেন। আরও পড়ুন-‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখা-স্বস্তিকারা
মমতার সঙ্গে তাঁর সম্পর্ক আদায়-কাঁচকলায়। এবার ছাড় পেলেন না অভিষেকেও। আরজি কর ইস্যুতে এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন শ্রীলেখা। সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে পৌঁছেছিলেন অভিনেত্রী। সেখানেই ‘স্বাস্থ্যভবন সাফাই কর, দুর্নীতির এই আঁতুরঘর’ স্লোগানে গলা মেলাতে দেখা গেল শ্রীলেখাকে।
এদিন শ্রীলেখা রীতিমতো হাত জোর করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘হাতজোর করে বলছি, আপনি নিজে সম্মান নিয়ে বলুন আমি পদত্যাগ করছি, আমি ব্যর্থ হয়েছি। ওই ছেলেটাও পারবে না… কী যেন… অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেও পারবে না। তার বড় বাড়ি অনেক কিছু হতে পারে… ’।
আরজি করের নির্যাতিতার খুন ও ধর্ষণের কাণ্ড ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন মমতা, এমনই অভিযোগ শ্রীলেখার। সন্দীপ ঘোষের ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যে ফের তাঁকে অন্য মেডিক্য়াল কলেজের মাথা করে বসানোর ঘটনা নিয়েও গর্জে উঠেন অভিনেত্রী। বললেন, ‘আপনি ঢাকা দিয়েছেন, ওই দিনই এই বদমাশাই লোকটাকে (সন্দীপ ঘোষ) রি-অ্যাসাইন করেছেন। আপনি সমস্ত কিছু জানেন, ওই ভোলেভালা সাজেন ওইটা নয়। আপনার বয়স হয়েছে, আপনি পদত্যাগ করুন’।
দু-দিন আগে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যর ‘বদন বিগড়ে গেছে’, কুণাল ঘোষের ঘটকলি করা পোসটের প্রেক্ষিতে তৃণমূল নেতা দেবাংশুর এই মন্তব্য নিয়ে গর্জে উঠেছিলেন শ্রীলেখা। রীতিমতো ঝাঁঝালো ভাষায় তাঁকে বলতে শোনা যায়, ‘এই কুণাল ঘোষদের কথায় না নেচে এদের চিনে রাখুন। এরাই সম্ভাব্য ধর্ষক। তীব্র ধিক্কার জানাই… ভাষা দেখুন… বদন…!! কতো বড় আস্পর্ধা, ওর মা-বার লজ্জা হয় না এইরকম ছেলের জন্ম দিয়ে?’
আরও পড়ুন-‘আমি বেশ্যা, ২৪ বছরের কেরিয়ারে এতবার শুনেছি আর…’,আরজি কর আবহে বিস্ফোরক স্বস্তিকা
নারী-সুরক্ষা, নারী-স্বাধীনতা নিয়ে এত আন্দোলন। সে জায়গায় শাসক দলের দুই নেতার তরফে মৌসুমীর দিকে ধেয়ে এসেছে কদর্য আক্রমণ। সেই নিয়ে চুপ থাকেননি টলিউডের প্রমিলা ব্রিগেড। শ্রীলেখার পাশাপাশি স্বস্তিকা, সুদীপ্তারাও পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর।