শ্রীলেখা মিত্র মানেই স্পষ্ট কথা স্পষ্ট ভাবে। সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভয় পান না তিনি কখনই। এদিন তিনি জানালেন তাঁর ব্যক্তিগত সম্পর্ক থেকে কাজ সহ বিভিন্ন বিষয়ে নানা মত।
আরও পড়ুন: দোরগোড়ায় গ্র্যান্ড ফিনালে, অঙ্কনার গানে অখুশি শান্তনু! বললেন, 'চেয়ারে মনোযোগ দিস না, গানটা...'
আরও পড়ুন: প্রথমবার একসঙ্গে প্লেব্যাক করলেন সিধু-রূপম! কোন ছবিতে শোনা যাবে সেই গান?
স্পষ্ট কথা বলেন বলেই কাজ কম পান?
এদিন ফিভার এফএমকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র বলেন, 'কী কারণে তাঁরা কাজ দেন না সেটা তো আমি বলতে পারব না। এই প্রশ্নের উত্তর তাঁরা দিতে পারবেন। সদা সত্য কথা বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না এটা তো ছোট থেকে শিখে এসেছি। তো এটার বাইরে কী করা যায় আমি জানি না।'
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ ওঠায় তিনি বলেন, 'প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তো কখনও খারাপ ভাবে কথা বলিনি। তবে মিষ্টি করে কথা বললে কাজ হতো কি হতো না জানি না সেটা। বুম্বাদার ওই পছন্দের তালিকায় আমি ছিলাম না। সেটুকু আমি জানি। উনি তো আমার সঙ্গে অনেক কাজ করেছেন আমার সঙ্গে আমার ছোটবেলায়।'
প্রেম এবং বিয়ে নিয়ে কী জানালেন শ্রীলেখা?
এদিন শ্রীলেখা মিত্র জানান তিনি প্রেম করতে চান। তাঁর কথায়, 'যদি কারও সঙ্গে প্রেম হয় যে তাহলে প্রথম শর্ত হবে কুকুর ভালোবাসতে হবে। আমি তো দেখছি না কেউ প্রেমে টেমে পড়ছে। কোথায় তাঁরা? কুকুর বলতেও আমার কেমন জানি লাগে। ওরা আমার বাচ্চা। নাম ধরে ডাকি।' তবে প্রেম করতে চাইলেও তিনি বিয়ে করতে চান না। তাঁর এই বিষয়ে মত, 'প্রেমে পড়তে চাই। প্রেমে পড়ে উঠতে চাই। আমি বিয়ে করতে চাই না। আমার এখনও একটা ইউনিট মনে হয় আমি, আমার প্রাক্তন স্বামী আর আমার মেয়ে। এই ইউনিটটা আমি ভাঙতে চাই না।'
আরও পড়ুন: ধনশ্রীকে ৬০ কোটি খোরপোষ চাহালের? জল্পনা রটতেই যুজিকে টিপস সমাজসেবীর! বললেন, 'হুমকি পেয়ে এভাবে...'
আরও পড়ুন: ভাষা দিবসে প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা শোভনের, নতুন সাজে কোন চমক নিয়ে আসছে আমি বাংলায় গান গাই?
প্রসঙ্গত শ্রীলেখা মিত্রকে শেষবার মায়ানগর ছবিতে দেখা গিয়েছে। তাঁর অভিনীত এই ছবিটি দর্শকদের থেকে তুমুল প্রশংসা পেয়েছে।