মমতা বন্দ্যোপাধ্যায় সকল রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন ‘উৎসবে সামিল হওয়ার’। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই জনগণের মধ্যে রোষ সৃষ্টি হয়েছে। একে-একে প্রতিবাদে মুখ খুলতে শুরু করেছেন তারকারাও।
অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাঁর ফেসবুকে মমতার বলা ‘১ মাস হয়ে গিয়েছে, এবার উৎসবে ফিরুন’ কথা শেয়ার করলেন। সঙ্গে লিখলেন, ‘কি বলবেন বলুন এবার? এক মাসে বাবা-মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক? মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক?চাঁদা আর ভাতায় সব চাপা পরে যাক? সেটি আর হচ্ছে না দিদি।’
আরও পড়ুন: এবার পুজোতে ফিরে আসুন, বার্তা মমতার, নেটপাড়া বলল ‘RG করের জাস্টিস নিয়েই ফিরব’
আরও পড়ুন: ‘এমন শাস্তি হোক, সারা পৃথিবীর কাছে যেন দৃষ্টান্ত হয়ে থাকে’, আরজি কর নিয়ে সৌরভ
তিনি আরও লেখেন, ‘আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপর হবে আমাদের পুজো। তিলোত্তমাদের পুজো। মানুষ আপনার পুজোর ফানুসে আর ভুলছে না...’। সঙ্গে সব শেষে লিখেছেন, ‘RESIGN’
এদিন মমতা বলেন, ‘এক মাস তো হয়ে গেল। আজ নয় তারিখ। এক মাস একদিন। ৩১ দিনের মাস গিয়েছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর সিবিআইকে বলব, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এখন তো এটা সিবিআইয়ের হাতে। আমাদের হাতে তো নেই।’
আরও পড়ুন: দীপিকার মা হওয়ার মাঝেই ‘সিংঘম এগেইন’-এর ক্লাইম্যাক্সে বড় বদল আনলেন রোহিত শেট্টি
শুধু তাই নয়, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ তিনি গ্রহণ করতে পারবেন না পুজোর জন্য, জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা এবার আমায় বলুন। যে থাকবে, সেই লোকটাকে আইন-শৃঙ্খলা তো জানতে হবে। কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলি কী থিম করছে, কোথায় কী পুলিশ পোস্টিং আছে, (সেটা জানতে হবে তো)। এটা পুজোর সময়। কিছু ধৈর্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয়ে যায়?’ সঙ্গে স্পষ্ট করেন, বিনীত তাঁর কাছে এসেছে পদত্যাগের দাবি নিয়ে। ৭ দিন আগেই। কিন্তু তিনি-ই সহমত নন, কারণ ‘পুজো আসছে’।