বামমনস্ক হিসেবে পরিচিত তিনি। মুখের উপর সত্যি কথা বলতে ভয় পান একেবারেই! যদিও জানেন তাঁর এই ক্রিয়ার ফলে কত বড় প্রতিক্রয়া আসতে পারে। এবার যেমন নাম না নিয়ে ফের একবার ঠুঁকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের। নাকি টলিউডেরই কেউ তাঁর নিশানায়! স্পষ্ট নয় কিছুই। তবে হ্যাঁ যাকেই বলুন না কেন, তার সঙ্গে যোগ আছে ‘কালীঘাটের’।
এবার শ্রীলেখা ফেসবুকে লিখলেন, ‘সমাজ বদলের জন্য চাটুন ও চাটান… কালীঘাটের হাওয়াই চটি….Tring Tring tri tring’।
আরজি করের ঘটনার প্রতিবাদে প্রথম সারিতে তিনি। আর সবচেয়ে বড় কথা সেই প্রথম থেকে একটানা তাঁর গলায় বিচার চেয়ে আবেদন। সাময়িক প্রতিবাদ করে থেমে থাকেননি একেবারেই। সোমবারও রাসবিহারীতে হওয়া একটি প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত হয়েছিলেন। সেখানের ভিডিয়ো শেয়ার করে মঙ্গলবার শ্রীলেখা ফেসবুকে লেখেন, ‘গতকাল অভয়া মঞ্চ থেকে...আমরা ভুলিনি ভুলতে দেবোনা । আরজি কর টু ফালাকাঁটা …বিচার ছিনিয়ে নেওয়ার সময় আসছে। মনে রাখবেন এ রাজ্য কারোর বাবার নয়, কোনো রানি, যুবরাজ নেই এখানে। এ রাজ্য আমার আপনার সবার…’
‘অতএব রাজ্যে বাচ্চাদের ও মহিলাদের সঙ্গে নিরন্তর যে অন্যায় হয়েই চলেছে, তার দায় পুলিশ মন্ত্রীকে নিতেই হবে। জগা খিচুড়ি আর বানাতে দেওয়া যাবে না। বানালে ছাড়ব না...’, আরও লেখেন শ্রীলেখা সেই পোস্টে।
তবে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে কথা বলায়, বহু কদর্য মিমের শিকার হয়েছেন অভিনেত্রী। এমনকী, শাসক দল সমর্থিত ফেসবুক পেজ থেকেও তাঁকে নিয়ে বানানো মিম শেয়ার করা হয়েছে। যদিও তাতে মুখ বন্ধ করা যায়নি শ্রীলেখার।
আরও পড়ুন: এ কার পাশে দাঁড়িয়েছেন! ছুটে বউ অনুষ্কার কাছে এলেন বিরাট, ভিডিয়ো শেয়ার করলেন নেহার বর অঙ্গদ
বলে রাখা ভালো, শুধু আরজি কর নয়, বিগত ৩ মাসে রাজ্যের নানা প্রান্তে একাধিক নারী নির্যাতন, ধর্ষণ, বিবস্ত্র করে পুড়িয়ে পাড়ার মতো ভয়াবহ ঘটনা সামনে এসেছে। প্রতিবাদে মুখর নাগরিক সমাজ। সকলেরই দাবি, দোষীদের কঠোর শাস্তি হোক। আর সবাইকে অবাক করে, বেশিরভাগ ঘটনাতেই নাম জড়াচ্ছে শাসক দলের। তাই তারকা থেকে সাধারণ মানুষ, সকলের মধ্যেই অসন্তোষ আরও বাড়ছে। সকলেরই মনে এখন একটাই প্রশ্ন, কবে আসবে বিচার! কবে বদলাবে সমাজ!