আম্বানি বিয়ের সাজো সাজো রব থামার নামই নিচ্ছে না। সবাইকে অবাক করে কিছু টলিউড তারকারাও হাজির ছিলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রিসেপশনে। সেই তালিকায় নাম ছিল দেব-বান্ধবী, সনক-অভিনেত্রী রুক্মিণী মৈত্র, সুচিত্রা সেনের দুই নাতনি রিয়া ও রাইমা সেন, নুসরত জাহান-যশ দাশগুপ্ত, বলিউডে একাধিক প্রোজেক্টে কাজ করা শাশ্বত চট্টোপাধ্যায়, জিতের ছবির নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়রা। নিমন্ত্রিত ছিলেন টোটা রায়চৌধুরী, সন্দীপ্তা সেন-রাও। যদিও তাঁরা অংশ নেননি আম্বানির বিয়েতে।
এবার নাম না করে, আম্বানির বিয়ে নিয়ে নেটমাধ্যমে পোস্ট করতে দেখা গেল অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। যদিও কোথাও কারও নাম নেননি তিনি। তবে ইঙ্গিতেই স্পষ্ট কাদের দিকে তাঁদের নিশানা।
শ্রীলেখা ফেসবুকে একটি পোস্টে লেখেন, ‘নোংরা এগজিবিশন চলছে। মানুষ সেগুলোই গিলছে। আমাদের এখানের তারকারা ভাড়া করা পোশাক আর গয়না পরে ছবি তুলে বোঝাচ্ছে তারা ভিভিআইপি। আর কিছু মানুষ তাদের দেখে বলছে বাঙালি হিসেবে 'গব্বো' বোধ হচ্ছে। এবার আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গিয়েছে… বিয়ের সার্কাসে নয় স্বর্গে। পার্সোনাল ডিগনিটি বলে আর কিছু রইল না। সবার হাতে কালারড ব্রেসলেট লক্ষ্য করবেন, তাতে নির্ধারিত আপনি কোন এরিয়া অবধি যেতে পারবেন। আর তারপর যেতে দেবে না।’
শ্রীলেখার পোস্টে এক নেট-নাগরিক মন্তব্য করলেন, ‘বিয়ের নামে এইরকম ক্রাউড ফান্ডিং করা সার্কাস প্রথম দেখলাম বাপু.... আর ধ্যাস্টামো দেখলেই জনগণ সেটা মাথায় তুলে নাচে ... আজব মাইরি।’ দ্বিতীয়জন লিখলেন, ‘বিয়ের নতুন সমার্থক শব্দ এখন সার্কাস’। তৃতীয়জন লেখেন, ‘হাতের ব্রেসলেটটা অবশ্য গলায় পরানো। সেটা কেউ বুঝতে পারছে না।’
মুম্বইের জিও কনভেনশন সেন্টারে ১২-১৩-১৪ জুলাই বসেছিল মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির ছেলের বিয়ে। ব্যবসায়ী বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্টের ছোট মেয়ে রাধিকা মার্চেন্টের গলায় মালা দেন অনন্ত। মোদী থেকে মমতা, শাহরুখ খান থেকে সলমন, সচিন থেকে ধোনি-র মতো বহু তারকা অংশ নেয় এই বিয়েতে। এমনকী ছিলেন কর্দাশিয়ান সিস্টার্স কিম ও ক্লোয়ি।