আরজি কর নিয়ে কদিন আগেই পথে নামে ছোট পর্দা। যাতে সামিল ছিলেন অভিনেত্রী শ্রুতি দাসও। বরাবরাই রাখঢাক ছাড়া কথা বলতে পছন্দ করেন ছোট পর্দার এই মেয়েটি। অন্যায়ের প্রতিবাদে গলা ওঠাতে, ভাবেন না একবারও। এবারেও তিনি সরাসরি আঙুল তুলে দিয়েছেন সেদিন আরজি কর হাসপাতালে ডাক্তার তরুণীর উপর পশাবিক অত্যাচার করামানুষগুলোর দিকে। সেই সিস্টেমের দিকে, যারা অন্যায়কারীদের আড়াল করার চেষ্টা করছে। রাতে মেয়েদের নাইট ডিউটি কমাতে বলছে যারা, তাঁদেরও বিঁধেছেন। তবে শ্রুতির বলা ‘দারোয়ান ধর্ষণ করতে পারে’ মন্তব্যের সঙ্গে একমত নন বাংলারই আরেক প্রতিবাদী মুখ, অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
আরও পড়ুন: ‘ভালোবাসা ঈর্ষা করে না, অহংকার করে না, অসম্মান করে না’, এটাই কি তবে নাতাশা-হার্দিকের ডিভোর্সের কারণ?
শ্রুতির ভিডিয়ো নিজের ওয়ালে শেয়ার করে শ্রীলেখা লিখলেন, ‘শ্রুতি তোমার সঙ্গে আমার পরিচয় নেই। তবে তোমার এই প্রতিবাদকে আমি সাধুবাদ জানাই। তবে কি জানো তো মা, দারোয়ান না, যারা ক্ষমতার অপব্যবহার করে থাকে, তারা ধর্ষণ করে থাকে, বারবার প্রতিবার।’
আরও পড়ুন: ‘লঙ্কায় যে যায়, সেই রাবণ’! RG Kar নির্যাতিতাকে নিয়ে ‘আর কবে’ গান বানালেন অরিজিৎ, শুনুন
যা বলেছিলেন শ্রতি আরজি কর নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমে:
যেখানে অনেকবড়বড় তারকাই মুখ বন্ধ রেখেছেন, সেখানে শ্রুতির প্রতিবাদের ভাষা ছিল জ্বালাময়ী। ভিতরে জ্বলতে থাকা আগুন, বের করে নিয়ে এসেছিলেন বিনা দ্বিধায়। তিনি প্রশ্ন তুলেছিলেন,'আমরা যখন নাইটে আউটডোর করি, তখন একটা মেকআপ ভ্যানে একা শ্যুটিং করে এসে যখন বসি তখন যদি একজন দারোয়ান এসে ধর্ষণ করে মেরে দিতে পারে। তখন তার দায় কে নেবে? তাহলে আমরা শ্যুটিং করা বন্ধ করে দেব? আমরা যাঁরা বিনোদন জগতের সঙ্গে যুক্ত, আমরা যাঁরা দিনে ১৪ ঘণ্টা কাজ করি, মাসে একদিন ছুটি পাই তাঁদের নিরাপত্তার দায়িত্বটা কার?'
আরও পড়ুন: বিয়েতে ‘সমস্যা’! খবর মাঝপথে বন্ধ আদৃতের ‘পাগল প্রেমী’র কাজ, বড় চটেছে প্রযোজক
এখানেই না থেমে শ্রতির হুঁশিয়ারি ছিল প্রশাসনের প্রতি, ‘আজকে রাতে দখল করেছি, আমরা এরপর দিনে দখল নেব। সবকিছু স্তব্ধ করে দেব, দেখব কার বাড়ির ছেলে, কার বাড়ির মেয়ে কাজে যায়।’
শ্রুতি দাস ত্রিনয়নী, দেশের মাটি, রাঙা বউ-এর মতো ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন। শিবপ্রসাদ-নন্দিতার ‘আমার বস’ সিনেমাতেও আছেন। যা এখন মুক্তি পাওয়ার অপেক্ষায়।