নতুন করে বিতর্কে নাম জড়িয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। বিশেষ করে, যখন টেক্কার প্রোমোশনে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর পুরনো প্রেম-সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন। বহু সাধারণ মানুষ, অভিনেত্রীকে ঠুঁকেছেন। শুধু তাই নয়, টলিউডের আরেক জনপ্রিয় নায়িকা শ্রীলেখা মিত্রও এক হাত নেন।
এবার যেন সব কটক্ষেরই জবাব দিলেন স্বস্তিকা। বৃহস্পতিবার বেশ রাতের দিকে ফেসবুকে লিখলেন, ‘আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এত কিছু জানলাম, নতুন ভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমিই জানি না।পুরনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে। কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন। খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে… মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম।’
আরজি কর আন্দোলনে প্রথম থেকে রাস্তায় নেমেছিলেন। দিনের পর দিন কাটিয়েছেন তিনি রাজপথে। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে, সল্টলেকের ডাক্তারদের আন্দোলনস্থল, সব জায়গায় থাকেননি শুধু, সরকারের বিপক্ষে, আরজি করে চলা দুর্নীতির বিপক্ষে আওয়াজ তোলায় ক্রমাগত হন ট্রোল। এখানেই শেষ নয়, পুজোর ছবি টেক্কা-র প্রোমোশন করতে আরও হিতে বিপরীত হয়। তাঁর সিনেমা বয়কট করার দাবিও ওঠে।
ও হ্যাঁ, প্রেম নিয়ে কটাক্ষেও জবাব দিয়েছেন শ্রীলেখা। লিখেছেন, ‘ওহ আরেকটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গেছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাবো না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা কারিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলোও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সৃজিত মুখোপাধ্যায় ‘টেক্কা’র জন্য। EX = প্রেম ধরে নিয়ে কষব।’
কদিন আগেই এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, শ্রীলেখা মিত্র 'সুবিধাবাদী' বলে কটাক্ষ করেছিলেন স্বস্তিকাকে। 'আমি যেভাবে কথা বলি কাউকে তোয়াক্কা না করে তাতে আমার অনেকদিন আগে জেলে চলে যাওয়ার কথা ছিল। আমি রেড রোডে হাত নাড়তে নাড়তে যাইনি। যখন শিক্ষা রাস্তায় বসেছিল কই তখন তো আজকের যে বা যারা বড় বিপ্লবী হয়েছেন কই তারা তো এটার বিরুদ্ধে মুখ খোলেননি। সেই বছরই তো তাঁরা পুজোর সময় হাত নেড়ে নেড়ে গেলেন।', বলতে শোনা যায় অভিনেত্রীকে।
সেখানে শ্রীলেখা কটাক্ষ করেন স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়েও। যা খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নাম না করে, ইন্ডাস্ট্রির সহকর্মীকেই কি তাহলে জবাব দিলেন স্বস্তিকা, উঠছে প্রশ্ন!