বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreema-Kanishk: বিয়ে নিয়ে ঝামেলায় ক্রিকেটার প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ শ্রীমার? রইল নায়িকার জবাব

Sreema-Kanishk: বিয়ে নিয়ে ঝামেলায় ক্রিকেটার প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ শ্রীমার? রইল নায়িকার জবাব

কনিষ্কের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শ্রীমা। 

গত বছরই নাকি দানা বেঁধেছিল কনিষ্ক-শ্রীমার প্রেম। তবে তা স্বীকৃতি পাওয়ার আগেই ভেঙে যায়। ইনস্টাগ্রাম থেকে তাঁরা একে-অপরকে আনফলো করেছেন। ছবিও মুছে দিয়েছেন। এবার এই নিয়ে কথা বললেন শ্রীমা। 

চেন্নাই সুপার কিংস দলের অংশ, বাংলার ক্রিকেটার কণিষ্ক শেঠের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম ছিল শ্রীমা ভট্টাচার্যর। টলিউডের কারও কাছে সেই খবর চাপাও ছিল না। কিন্তু এখন সেই প্রেমে ফাটল ধরেছে। একে-অপরকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো তো করেছেনই, শ্রীমা কিছু পুরনো ফোটো মুছেও দিয়েছেন। 

এরপরই খবর আসতে থাকে আসলে সমস্যা নাকি বিয়ে নিয়ে। মানে শ্রীমা চাইছিলেন বিয়েটা জলদি হোক। কিন্তু এখনই কোনওরকম সম্পর্কে বাধা পড়তে রাজি ছিলেন না কনিষ্ক। ফলত বিচ্ছেদ। সত্যি কি তাই? শ্রীমা কী বলছেন এই নিয়ে?

এক সংবাদমাধ্যমের কাছে গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। বললেন, ‘আমি আর কনিষ্ক খুব ভালো বন্ধু। না আমাদের মধ্যে প্রেম ছিল, না বিচ্ছেদ হয়েছে। বিয়ের কথা তো ছেড়েই দিলাম। শুনেই আমার হাসি পাচ্ছে।’

এরপর তিনি নিজেই প্রশ্ন তোলেন, ‘ইনস্টাগ্রামে তাঁর আর কনিষ্কের যে ছবিগুলো আছে তাতে কোথায় লেখা ছিল প্রেমের কথা। কেন সবাই প্রেমটাই ভেবে নিচ্ছে। বন্ধুত্বও তো হতে পারে এটা।’ সঙ্গে ক্ষোভপ্রকাশ করে বলেন, এই নিয়ে ভুয়ো খবর না ছড়িয়ে যদি কেউ সরাসরি তাঁকে প্রশ্ন করে, তিনিই জবাব দিয়ে দেবেন। 

এর আগে কনিষ্কের সঙ্গে প্রেম নিয়ে শ্রীমার জবাব ছিল, তাঁরা পরস্পরের ভালো বন্ধু। একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। এই ভালোলাগা ভবিষ্যতে ভালোবাসাতে পরিণত হতে পারে, তেমন ইঙ্গিতও দিয়েছিলেন। শ্রীমার জন্মদিনেও হাজির ছিলেন কনিষ্ক। ক্রিকেটারের সঙ্গে একাধিক ছবিও দিয়েছিলেন সোশ্যালে। এখন যদিও জন্মদিনের ছবিগুলি ছাড়া সবই মুছে ফেলা হয়েছে। আর এটাই বলে দিচ্ছে, যা রটে তার কিছু তো ঘটে…

২০২০ সালের মার্চ মাসে গৌরব রায় চৌধুরীর সঙ্গে প্রেমে শিলমোহর দিয়েছিলেন শ্রীমা। কিন্তু তা বছরঘুরতেই ভেঙে যায়। সেইসময়ও প্রেমিকের ছবি মুছে দিয়েছিলেন গাঁটছড়ার দ্যুতি। 

 

বন্ধ করুন