কে বলেছে মা হওয়ার পর শুধুমাত্র সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে ৪ দেওয়ালের মধ্যে বন্দিজীবন কাটাতে হবে! নবাগতকে সামলাতে সামলাতে স্বামী-স্ত্রীর প্রেম, আলাদাভাবে ব্যক্তিগত জীবন বলতে কিছুই নাকি থাকে না! এসবই এখন মিথ। বাঙালি জীবনে সেকেলে ধ্যানধারণার মধ্যে নিজেদের এক্কেবারেই আটকে রাখতে চান না শ্রীময়ী। আর স্ত্রীকে এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা ও সমর্থন করেন কাঞ্চন মল্লিক।
আর তাই তো মা হওয়ার পর ১ মাসও পার হয়নি বরের সঙ্গে ডেটে বের হলেন শ্রীময়ী চট্টরাজ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিতেও ভুললেন না কাঞ্চনের নতুন বউ। কৃষভি-র মা হওয়ার পর প্রথম ডেটে শ্রীময়ী পরেছিলেন কালো রঙের একটা পিওর সিল্ক শাড়ি সঙ্গে কালো স্লিভলেস ব্লাউজে দেখা যাচ্ছে। পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছেন সিলভার রঙের জুয়েলারি, হালকা মেকআপ, হালকা লিপস্টিক। অন্যদিকে কাঞ্চন মল্লিককে চেক ব্লু শার্টে দেখা যাচ্ছে। বরের সঙ্গে হাসিখুশি সুন্দর এই মুহূর্তের ছবিগুলি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, ‘Our first date after Krishvi’s birth (কৃষভির জন্মের পর প্রথম ডেট)’
আরও পড়ুন-'থাপ্পড় মারুঙ্গি শালা…', পুষ্পা ২-এর আইটেম নম্বর শুনে নেটপাড়া বলছে, ‘মেজাজটাই…’
মেয়ে আসার পর প্রথম ডেটে তাঁরা ঠিক কোথায় গিয়েছিলেন, সেকথা শ্রীময়ী স্পষ্ট না করলেও ছবিগুলি দেখে মনে হচ্ছে, সেটা বাইপাসের ধারে কোনও এক নামী হোটেল।
প্রসঙ্গত গত ২ নভেম্বর মেয়ের বাবা-মা হন কাঞ্চন-শ্রীময়ী। যদিও তার আগে ওইদিন সকাল পর্যন্ত সে খবর গোপনই রেখেছিলেন তাঁরা। তবে শেষপর্যন্ত সুখবর ফাঁস হয়ে যায়। জানা যায়, সি-সেকশনের মাধ্যমেই মা হয়েছেন শ্রীময়ী। যদিও এরপর বিয়ের বছর ঘোরার আগে মা হওয়া নিয়ে কিছু কম ট্রোল হতে হয়নি তাঁদের।
যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিক জানিয়েছেন, শ্রীময়ী তাঁর কাছে বিয়ের পরপরই মা হতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর তাঁরা দুজনেই বাচ্চা ভালোবাসেন, তাই আর দেরি করেননি। কাঞ্চনের কথায়, ‘একজন নারী তখনই পূর্ণতা পায়, যখন সে মা হয়।’ বিধায়ক অভিনেতা বলেছেন, তাঁরা বিয়ের আগে এতটা সময় একসঙ্গে কাটিয়েছেন, যে বিয়ের পর আলাদা করে সন্তান নেওয়ার জন্য পরিকল্পনা করতে হয়নি তাঁদের।