বিয়ে করলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এতদিন ধরে তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা, চর্চা চলেছে। বয়সের ফারাকের জন্য শুনেছেন নানা কটাক্ষ, বিদ্রুপ। সেসব কিছুকে উপেক্ষা করে কেবল 'ভালো থাকা'র আশায় এদিন গাঁটছড়া বেঁধে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কাঞ্চন এবং শ্রীময়ী।
কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ে
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কাঞ্চন এবং শ্রীময়ী। ২ মার্চ সন্ধ্যায় দুই পরিবার এবং আত্মীয়দের উপস্থিতিতে চার হাত এক হল তাঁদের। দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল তাঁদের বিয়ের আসর। সেখানে টুকটুকে লাল বেনারসি পরে সমস্ত নিয়ম আচার সেরে বিয়ে করলেন তাঁরা।
আরও পড়ুন: মাদকাসক্তির থেকে কাঞ্চনকে টেনে বের করেন শ্রীময়ীই! বিয়ের আগে বললেন, 'উত্তেজনায় ফুটছি...'
আরও পড়ুন: গোলাপি বেনারসিতে প্রশ্মিতা, পাশে ঘিয়ে পঞ্জাবিতে অনুপম, বিয়ে করেই লিখলেন, 'নতুন করে...'
শ্রীময়ী জানিয়েছেন তিনি নিজেই তাঁর বিয়ের বেনারসি ডিজাইন করেছেন। এই বিষয়ে কাউকে ভরসা করেননি তিনি। বিয়ের রাতে তাঁকে লাল বেনারসির সঙ্গে গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট, আকন্দ ফুলের মালায় দেখা যায়। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন সাদা পঞ্জাবি এবং ধুতি, তাতে ছিল লাল পাড়ের কাজ। কেবল নিয়ম আচার বা পোশাকে নয়। তাঁদের বিয়ের মেনুতেও এদিন আছে ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া। জানা গিয়েছে থাকবে পোলাও, মাটন, ইত্যাদি। প্রকাশ্যে এল বিয়ের ছবি।
কাঞ্চন এবং শ্রীময়ীর প্রসঙ্গে
কাঞ্চনের বয়স ৫৩। আর শ্রীময়ীর মাত্র ২৭। বয়সের এই বিস্তর ফারাকের জন্য তাঁদের হামেশাই কটাক্ষ সইতে হয়েছে। তবে সেসবকে মোটেই পাত্তা দেননি তাঁরা। উল্টে বিয়ের আগে টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কাঞ্চন জানিয়েছেন শ্রীময়ী তাঁর কাছে পরশপাথর। তাঁর কথায়, 'শ্রীময়ী আমায় বিয়ে নামক প্রতিষ্ঠানের উপর দিয়ে বিশ্বাস হারাতে দেয়নি। ওর মতো মানুষ হয় না। আমার জীবনে ওর অবদান অনেকটাই। আমার জীবনের পরশপাথর ও। আমি যখন অ্যালকোহলিক হয়ে পড়ি তখন ও আমায় মনের সাহস জুগিয়েছে। ওর জন্যই এই নেশা থেকে বেরোতে পেরেছি।।'
আরও পড়ুন: 'খুব ভয়ে আছি...' চুটিয়ে প্রেম করে ছাদনাতলায়, তবুও কাঞ্চনকে বিয়ের আগে আতঙ্কিত শ্রীময়ী! কেন?
গত ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন। তারপর আর দেরি করেননি। বরং ভালোবাসার দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরে নেন শ্রীময়ীর সঙ্গে। এরপর ২ মার্চ করলেন সোশ্যাল ম্যারেজ। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল তাঁদের নাকি ৬ মার্চ বিয়ে। তবে সেকথা ভুল প্রমাণ করে এদিন তাঁরা নতুন করে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলেন।