বাংলা নিউজ > বায়োস্কোপ > Kanchan-Sreemoyee: 'বিয়ের পর থেকে পাইনি…' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী?

Kanchan-Sreemoyee: 'বিয়ের পর থেকে পাইনি…' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী?

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ

গত পাঁচ বছর ধরে কাঞ্চনের বাড়িতে গণেশপুজো হয়। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের পরে এটাই তাঁদের প্রথম গণেশ চতুর্থী। সকাল থেকেই শুরু হয়েছিল পুজো। তবে লোক জনের অভাব তাই একা হাতেই ভগবান গণেশ মূর্তি কেনা থেকে শুরু করে ভোগ রান্না সবটাই একা হাতেই সামলেছেন অভিনেত্রী।

গত পাঁচ বছর ধরে কাঞ্চনের বাড়িতে গণেশপুজো হয়। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের পরে এটাই তাঁদের প্রথম গণেশ চতুর্থী। সকাল থেকেই শুরু হয়েছিল পুজো। তবে লোক জনের অভাব তাই একা হাতেই ভগবান গণেশের মূর্তি আনা থেকে শুরু করে ভোগ রান্না সবটাই সামলেছেন অভিনেত্রী। পুজোর সমস্ত জোগাড়ও সেরেছেন শ্রীময়ী। কেমন ছিল এদিনের আয়োজন? সেই বিষয়ে যা বললেন অভিনেত্রী।

এদিনের আয়োজন নিয়ে শ্রীময়ী আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'সকাল থেকে পুজো চলছে। কাঞ্চন হোমযজ্ঞে যোগ দিয়েছেন। ভোগ নিবেদন করা হয়েছে। কাছের আত্মীয়দের নিয়ে খুব ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছে সবটা।'

আরও পড়ুন: ছেলে, নাতি সকলকে নিয়ে পরিবারের সঙ্গে ৭৫ তম জন্মদিন উদযাপন রাকেশ রোশনের! দিলেন বিশেষ বার্তা

শ্রীময়ী গণেশের কাছে কী প্রার্থনা করেছেন সে প্রসঙ্গে জানান, 'একটা সুস্থ পৃথিবী চাই যাতে, আমরা সকলে সুখে, শান্তিতে থাকতে পারি। সকলের মুখে যেন হাসি থাকে। কাউকে যেন চোখের জল ফেলতে না হয়। সবাই যেন সপরিবার সুস্থ থাকতে পারি।' পরিবার পরিকল্পনার বিষয়ে কোনও আশীর্বাদ চেয়েছেন কিনা জানতে চাওয়া হলে? শ্রীময়ীর উত্তর, 'ঈশ্বরের কাছে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কিছু চাইছি না। কারণ, এর জন্য তো কাঞ্চনকে কিছুটা সময় দিতে হবে। সেই সময়টাই আমরা বিয়ের পর থেকে পাইনি। আমাদের তো মধুচন্দ্রিমায় যাওয়া নিয়েও ডামাডোল হয়েছিল। ওঁর কাজ, প্রচার নিয়ে ব্যস্ততা সব মিলিয়ে সময় দিতে পারছিল না। কালও গণেশ মূর্তি আনতে আমি আর মা গিয়েছিলাম। কাঞ্চন যেতে পারেনি।'

আরও পড়ুন: বিয়ের পর প্রথম গণেশ চতুর্থী রাধিকার! বিশেষ এই অনুষ্ঠানে কেমন সাজলেন আম্বানিদের ছোট বউ

তবে পুরোহিত সকাল সকাল আসা নিয়ে অভিযোগ করেছেন শ্রীময়ীর। তিনি বলেন, 'এবার আসলে মা-ও ভোগ রান্না করতে পারেনি। কাল রাতে মায়ের এক দূরসম্পর্কের আত্মীয়ের মৃত্যু হয়েছে। সেখানে যেতে হয়েছে। আর আমার বাড়িতে আগে এক বৈষ্ণব রাঁধুনি ছিলেন। তাঁর শরীর খারাপ বলে চলে গিয়েছেন। এ বার এক অল্পবয়সি রাঁধুনি এসেছেন। তিনি তেমন অভিজ্ঞ নন। তাই সবটা আমাকে নিজেকেই করতে হয়েছে।' আর সব কাজ সামাল দিতে গিয়ে তিনি নিজেই নাকি তৈরি হয়ে উঠতে পারেননি।

প্রসঙ্গত, কেবল গণেশ পুজো নয় কিছু দিন আগেই দম্পতি জন্মাষ্টমীতে গোপালের পুজোও করেছেন। কাঞ্চনের কাজের প্রসঙ্গে শ্রীময়ী জানান, কাঞ্চন বর্তমানে তাঁর ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তিনি নাকি বেরিয়ে যান দুপুর দুটোয় আর ফেরেন ভোর সাড়ে পাঁচটা-ছটায়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

৭৬৩ বছর ধরে পূজিত হন ‘বুড়ো মা’, রানাঘাটের এই পুজোর নেপথ্যে চমকপ্রদ ইতিহাস Bahurupi Review: ‘এটা রক্তবীজের বাপ…সময়োপযোগী', বহুরূপীর রিভিউ দিলেন কৌশিক ধ্রুপদী শিরোপার মান রাখতে বেসরকারি স্কুলে বাংলা ফেরাতে উদ্যোগী রাজ্য ভিডিয়ো: এবি ডি'ভিলিয়ার্সের ব্যাটিং দুর্বলতা কী? পার্থিব প্যাটেলের মজার উত্তর আরজি কর কাণ্ডে নয়া তথ্য, 'তৃণমূলী ডাক্তারকে' নিয়ে আদালতে বিস্ফোরক CBI মা দুর্গার সপরিবার ‘পেনসিল’ অবতার! ক্ষুদ্রতম প্রতিমা গড়ে তাক লাগালেন দেবতোষ 'সরকার গড়তে না পারলে বিজেপি কাশ্মীরে…' ভোটের ফলাফল ঘোষণার আগে বড় কথা ওমরের চামারিকেই ভয়, প্ল্যান তৈরি রেনুকার! শ্রীলঙ্কা নয়, স্মৃতির ভাবনায় অস্ট্রেলিয়া… মা ড্যান্স ফ্লোরে নাচছে, পার্টি করতে ভালোবাসে জেনে গেছে আলিয়া কন্যা রাহা ‘দশ বছর আগেও নগ্ন করেছিলেন, আবার করলেন...’ সৌরভের প্রশ্ন পরিচালককে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.