কিছুদিন আগেই কাঞ্চন মল্লিক একটি ধর্না মঞ্চ থেকে চিকিৎসকরা কর্মবিরতি নেওয়ায় তাঁদের একহাত নেন। বাদ দেননি তাঁর প্রতিবাদী সহকর্মীদের। তাঁর মন্তব্যের জেরে উসকে যায় বিতর্ক। অনেক অভিনেতারা ফেরত দিয়েছেন পুরস্কার। এবার এই বিষয়ে অভিনেতাদের বন্ধুদেরই একহাত নিলেন কাঞ্চন পত্নী।
আরও পড়ুন: টিভির গণ্ডি পেরিয়ে OTT - তে এবার মহিষাসুরমর্দিনী! দুর্গা রাজনন্দিনী পালের সঙ্গে থাকছে আর কোন চমক?
আরও পড়ুন: রবি ঠাকুরের ‘আমার সোনার বাংলা’য় আপত্তি! বাংলাদেশে তীব্র হচ্ছে জাতীয় সঙ্গীত বদলানোর দাবি
কী বললেন শ্রীময়ী?
ধর্না মঞ্চে বেফাঁস মন্তব্য করার পর ফেসবুকে এসে ক্ষমা চান কাঞ্চন মল্লিক। কিন্তু তাতেও বিশেষ কাজ দেয়নি। উল্টে সুদীপ্তা চক্রবর্তী, সহ একাধিক অভিনেতা, তথা কাঞ্চনের বন্ধুরা তাঁকে জবাব দিয়েছেন। এবার নাম না করে তাঁদের কটাক্ষ শানালেন শ্রীময়ী। একই সঙ্গে স্বামীর আচরণ নিয়েও সাফাই দিতে শোনা যায় তাঁকে।
আরও পড়ুন: 'আপনার অবদানটা কী?' টাইম ম্যাগাজিনের তরফে বিশেষ সম্মান, সুখবর দিয়েও ভক্তদের খোঁচা শুনলেন অনিল! কিন্তু কেন?
শ্রীময়ী এদিন টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, 'কাঞ্চন সেদিন যা বলেছে সেটাকে আমি সমর্থন করি না। কিন্তু সেদিন হয়তো ওর মন ভালো ছিল না। মেজাজ খারাপ ছিল তাই বলে ফেলেছে। ও কিন্তু এর জন্য পরে সবার কাছে ক্ষমাও চায়। কিন্তু তারপরেও ওর ইন্ডাস্ট্রির বন্ধুরা যেভাবে ওকে আক্রমণ করছে সেটা দেখে আমি খুবই অবাক হয়েছে। মনে প্রশ্ন উঁকি দিচ্ছে। একজন মানুষকে এভাবে কতটা ব্যক্তিগত আক্রমণ করা যায়? আমার তো এখন মনে হচ্ছে কাঞ্চনের যাঁরা বন্ধুবান্ধব তাঁরাই ওর পিঠ ছুরি মারতে চাইছে। সারাক্ষণ ছুরি মারার চিন্তা ভাবনাই করছে। আর মন্তব্যের সমালোচনা করলে আমার আপত্তি নেই। কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে ওকে।'
তবে এটা প্রথম নয়। এই বছর ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে সারার পর থেকেই কাঞ্চন এবং শ্রীময়ীকে নানা সময় নানা ভাবে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। তবে আপাতত এসব নেতিবাচক জিনিস সরিয়ে তাঁরা দুজন বাড়িতে গণপতি আসার অপেক্ষায় দিন গুনছেন। এই বছর কাঞ্চনের বাড়ির গণেশ পুজো পাঁচ বছরে পা দেবে।