গত মার্চ মাসে তৃতীয়বার সাতপাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক। বহুদিনের বন্ধু তথা প্রেমিকা শ্রীময়ী চট্টরাজের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়ের পর পরই ভোটের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান উত্তরপাড়ার বিধায়ক। তাই কি বরকে ফেলেই এবার বেড়াতে চলে গেলেন শ্রীময়ী?
আরও পড়ুন: 'যাকেই ভালো লাগে সেই...' টেলি দুনিয়ার মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি, কেন বিয়ে করলেন না ঋ?
শ্রীময়ীর উইকেন্ড ট্রিপ
এদিন শ্রীময়ী চট্টরাজ তাঁর উইকেন্ড ট্রিপের একাধিক ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে হট প্যান্ট এবং সাদা টিশার্ট পরে একটি দোকানে বসে চা খাচ্ছেন শ্রীময়ী।
আরও পড়ুন: বিমান ছেড়ে মায়ের প্রচার গাড়ির চালকের আসনে শিবেন্দ্র, ছেলেকে পাশে পেয়ে আত্মবিশ্বাসে ডগমগ জুন
আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে শ্রীময়ীর গোটা পরিবার অর্থাৎ তাঁর দিদি, দিদির মেয়ে, মা সহ সকলে মিলে একটি রিসর্টের সুইমিং পুলে সাঁতার কাটছেন। মজা করছেন। আর অভিনেত্রী তাঁদের সেই জলকেলির ছবি এবং ভিডিয়ো ফ্রেমবন্দি করেছেন। তবে এই ছবি বা ভিডিয়োর কোথাওই দেখা মেলেনি কাঞ্চন মল্লিকের। তবে কি অভিনেতা যাননি তাঁদের সঙ্গে বেড়াতে? বিয়ে পর এই ট্রিপে বরকে ছেড়েই বেরু বেরু গেলেন তিনি! উত্তরটা অজানা।
তবে কাঞ্চন মল্লিক এখন লোকসভা নির্বাচনের জন্য বেজায় ব্যস্ত। কিছুদিন আগে তিনি শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে অপমানিত হন। নেমে যেতে হয় গাড়ি থেকে। কিন্তু তারপরই দেব তাঁকে সসম্মানে ডেকে নিয়ে যান। সেখানে গিয়ে এই তারকা প্রার্থীর জন্য তিনি প্রচার করেন।
অন্যদিকে শ্রীময়ী চট্টরাজ নিজেও কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে সুস্থ হতেই এখন তিনি পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে বেরিয়ে পড়লেন।