২০২৪ সালটা যে শ্রীময়ী চট্টরাজের নানা ঘটনা, ব্যস্ততার মধ্যে কেটেছে সেটা বলাই যায়। গত বছরই তিনি সাতপাকে বাঁধা পড়েন, মাও হন। এবার অবশেষে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই নতুন চমক দিলেন। কী জানালেন কাঞ্চন পত্নী?
জানা গিয়েছে মাতৃত্বকালীন ছুটি শেষ। আবারও কাজে ফিরতে চলেছেন শ্রীময়ী চট্টরাজ। ছোট পর্দায় তিনি বেশ পরিচিত মুখ। তাঁর অভিনয় বারংবার দর্শকদের নজর কেড়েছে। এবার তিনি কামব্যাক করতে প্রস্তুত।
কোন ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করবেন শ্রীময়ী?
জানা গিয়েছে স্টার জলসার পর্দায় আসছে এক নতুন ধারাবাহিক। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চন পত্নীকে। টিভি ৯ বাংলার তরফে জানানো হয়েছে এই ধারাবাহিকে একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যেই শ্যুটিং হয়ে গিয়েছে এই ধারাবাহিকের প্রোমোর। মুখ্য ভূমিকায় এক বিখ্যাত অভিনেতা সহ থাকবেন দিয়া বসু, অভিষেক বীর শর্মা, অর্ণব বন্দ্যোপাধ্যায়। স্বর্ণেন্দু সমাদ্দারের ক্রেজি আইডিয়াজ মিডিয়া এই ধারাবাহিকের প্রযোজনা করবে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে এই ধারাবাহিকের কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি চ্যানেলের তরফে।
আরও পড়ুন: কুপ্রস্তাব পেলে তার দোষ মহিলাদেরই? মমতা শঙ্কর বললেন, 'নিজের আত্নসম্মান মর্যাদা ধরে রাখলে...'
শ্রীময়ীর ব্যক্তিগত জীবন
গত বছরের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন শ্রীময়ী। চট্টরাজ। এরপর ২ মার্চ তিনি সাতপাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিকের সঙ্গে। এই কাঞ্চন মল্লিকই কিন্তু তাঁর অভিনয়ের গুরু। বয়সের বিস্তর ফারাক থাকা সত্বেও তাঁরা একে অন্যকে মন দিয়েছেন। সংসার পেতেছেন। ২০২৪ সালের নভেম্বর মাসে ভূমিষ্ট হয় তাঁদের মেয়ে। সেই একরত্তির নাম কৃষভি রেখেছেন তাঁরা।
স্টার জলসার নতুন ধারাবাহিক
স্টার জলসার পর্দায় উক্ত অঘোষিত ধারাবাহিক ছাড়াও আগামী ১০ মার্চ থেকে শুরু হতে চলেছে পরশুরাম আজকের নায়ক। সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা।
আরও পড়ুন: দেবের পর এবার অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন যিশু! কোন ছবিতে মুখোমুখি হবেন ২ তারকা?
আরও পড়ুন: সন্তানসম্ভবা হতেই ছেড়েছেন ডন ৩! কিয়ারার জায়গায় এবার রণবীরের বিপরীতে এই বলি সুন্দরী