চলতি বছরই ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এই মুহূর্তে কাঞ্চন-শ্রীময়ীকে নব-দম্পতির তালিকায় ফেললে ভুল হবে না। তাঁদের প্রেম, বিয়ে নিয়ে যতই বিতর্ক হোক, তবে জীবনের প্রতিটি মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন কাঞ্চন-শ্রীময়ী। ডুবে আছেন একে অপরের প্রেমে। বুধবার আরও একবার নতুন পোস্ট করলেন কাঞ্চান-শ্রীময়ী।
বুধবার স্বামী কাঞ্চনের সঙ্গে একে অপরের প্রেমে মাখামাখি হয়ে ছবি পোস্ট করতে দেখা গেল শ্রীময়ী চট্টোরাজকে। ছবিতে সারাকে লাল টি-শার্টে দেখা গিয়েছে, আর কাঞ্চন মল্লিককে গেরুয়া পাঞ্জাবিতে। বউ-এর মাথায় মাথা ঠেকিয়ে সেলফি তুলেছেন কাঞ্চন। বরের সঙ্গে ছবিগুলি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, ‘আমি ভালোবাসতে ভালোবাসি My love’।
সম্প্রতি নতুন বউ-এর সমস্ত অভিযোগ ভুলিয়ে তাঁকে নিয়ে মধুচন্দ্রিমায় মালদ্বীপ ঘুরে এসেছেন কাঞ্চন মল্লিক। হানিমুনে গিয়ে কখনও মালদ্বীপের নীল সমুদ্র সৈকত থেকে, কখনও আবার হোটেলে পুলের জলে নেমে একে অপরের সঙ্গে রোম্যান্টিক ভিডিয়ো পোস্ট করেছে কাঞ্চন-শ্রীময়ী। আবার মালদ্বীপে যাওয়ার আগে ও পড়ে ঘটা করে নতুন বউ শ্রীময়ীর জন্মদিনও সেলিব্রেট করেছেন কাঞ্চন।
আবার জন্মদিনের দিন মধ্যরাতেই বউকে নিয়ে একগুচ্ছ ভালো-ভালো কথা বলেন কাঞ্চন। বছর ৫৪-র কাঞ্চন, বউকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শুভ জন্মদিন, ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করুক। আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখবো। আমার জীবন গুছিয়ে দেবার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ। হ্যাঁ আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি। এইভাবেই সবসময় আমার পাশে থাকিস। আমি তোকে খুব খুব খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, মা-বাবার মৃত্যু, দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছাড়াছাড়ি, সব কিছুর মাঝেই শ্রীময়ীকে সবসময় পাশে পেয়েছিলেন কাঞ্চন। কখনও বন্ধু হয়ে, কখনও সঙ্গী হয়েই তাঁকে সামলেছেন ২৭ বছরের ছোট মেয়েটি। তাই তো ডিভোর্স পেতেই, আর বিয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি। ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেছিলেন শ্রীময়ী আর কাঞ্চন। এরপর মার্চে হয় দুজনের সামাজিক বিয়ে।