কাঞ্চন-শ্রীময়ী, টলিপাড়ায় এই মুহূর্তে তাঁরাই সবথেকে বেশি চর্চিত দম্পতি। প্রেম থেকে বিয়ে, হানিমুন থেকে বাবা-মা হওয়া, সবকিছুতেই চর্চায় একটাই নাম, কাঞ্চন-শ্রীময়ী। একে অপরে ডুবে রয়েছেন তাঁরা, শ্রীময়ীকে চোখে হারান কাঞ্চন। বউ-এর খুশির জন্য সবকিছু করতে তৈরি বিধায়ক-অভিনেতা।
এবার তৃতীয় বউ শ্রীময়ীকে খুশি করতে বিধায়ক-অভিনেতা কী করলেন জানেন?
বউকে রান্না করে খাওয়ালেন কাঞ্চন মল্লিক। তাও আবার যে সে খাবার নয়, বিদেশি খাবার। কী কী বানিয়েছেন কাঞ্চন? মেনুটা ছিল ব্রেড, সসেজ আর সালামি। সঙ্গে গরম গরম দুধ চা। নিজেই সেই ছবি ইনস্টাস্টোরিতে পোস্ট করেছেন শ্রীময়ী চট্টরাজ। ক্যাপশানে লিখেছেন, ‘Made By Kanchan for me’ (এগুলো আমার জন্য কাঞ্চনের বানানো)।
আরও পড়ুন-'সলমন খানের কোনও ট্যালেন্ট নেই, ওঁকে নিয়ে কথাই বলতে চাই না, আর শাহরুখ…', বিস্ফোরক অভিজিৎ

যদিও শ্রীময়ীর জন্য কাঞ্চনের বানানোর এই সবকটা খাবারই 'রেডি টু মেক ফুড'। প্রসঙ্গত, ‘সালামি’ সাধারণত শূকর মাংসের চর্বিযুক্ত টুকরো দিয়ে তৈরি করা হয়। অনেকক্ষেত্রে অবশ্য একটা চিকেন দিয়েও বানানো হয়ে থাকে। মূলত ইতালির খাবার এটি। সসেজও এক ধরনের মাংস দিয়ে তৈরি খাবার।
প্রসঙ্গত, কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভির বয়স মাত্র ১ মাস। সদ্যোজাত সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি, সম্প্রতি মুক্তি পাওয়া বিভিন্ন ছবির প্রিমিয়ারে যেতেও দেখা যাচ্ছে কাঞ্চন-শ্রীময়ীকে। সম্প্রতি রাজ চক্রবর্তী ছবি 'সন্তান'-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। আবার 'বহুরূপী' সাকসেস পার্টিতেও দেখা গিয়েছে তাঁদের। আবার পার্টিতে যাওয়ার আগে সৃজিতের ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর দেখতে পৌঁছেছিলেন দুজনে।
ছবির প্রিমিয়ারে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কাঞ্চন-শ্রীময়ী। কৃষভির কথা উঠতেই শ্রীময়ী বলেন, ‘বাড়ি এখন কৃষভি-ময় হয়ে গেছে। এখন রাতজাগার পর্ব শুরু হয়েছে, রোজ রাত ২টো থেকে ৪.৩০টে অবধি জেগে থাকছে। আর ওর বাবা (কাঞ্চন) কোলে নিয়ে দোলাচ্ছে। এই চলছে, কাঞ্চনদা খুব এনজয় করছে। ওর এখন দৃষ্টি ফুটেছে। দু-দিন আগেও আমি সেজেছিলাম,চুলে টং করেছিলাম, মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর ওহ চোখের পাতা ফেলে না। বাবার কোলেই প্রথম চোখ খুলেছে তো, বাবা সোনামা ডাকলেই তাকিয়ে দেখে।’ ঠিক তখনই পাশ থেকে কাঞ্চন চেঁচিয়ে বলেন, ‘না, না মায়ের ডাকও খুব চেনে’।
এদিকে আবার ছবির প্রিমিয়ারে সন্তান নিয়ে শ্রীময়ীকে টিপস দিয়েছেন ইউভান-ইয়ালিনির মা শুভশ্রী।