আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় আসতে চলেছে ভুল ভুলাইয়া ৩। আর সেই ছবির প্রচারেই এদিন শহর এসেছিলেন বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ান। আর তাঁদের সঙ্গে সেই প্রচারে যোগ দেন কাঞ্চন মল্লিকও। প্রসঙ্গত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। তারপর স্বামীর প্রশংসা কী লিখলেন শ্রীময়ী?
কী লিখলেন শ্রীময়ী কাঞ্চনের প্রশংসায়?
কাঞ্চন পত্নী শ্রীময়ী এদিন কার্তিকের সঙ্গে মিলে ভুল ভুলাইয়া ৩ এর প্রচারে যে কাঞ্চন গিয়েছিলেন তেমন একটি খবরের লিঙ্ক শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ভীষণ গর্বিত তোমায় নিয়ে। তুমি এটার যোগ্য, কারণ তুমি সৎ। তুমি তোমার কাজের প্রতি দায়বদ্ধ। আর তাছাড়া তুমি মানুষ হিসেবেও নিজে একজন বড় মনের মানুষ। তুমি সবাইকে সম্মান দাও সে বড় না ছোট সেসব না দেখেই। তাই এটা তোমার প্রাপ্য। অনেক ভালোবাসি।’
কাঞ্চনকে নিয়ে কী বলেছেন কার্তিক?
এদিন সাংবাদিক সম্মেলনে কার্তিক আরিয়ান কাঞ্চনের প্রশংসায় বলেন, 'খুব ভালো লেগেছে কাজ করে। আমাদের অনেক গল্প শোনাতেন। খুব জ্ঞানী মানুষ, অত্যন্ত গুণী মানুষ এবং শক্তিশালী অভিনেতা। খুব বেশি দৃশ্য নেই আমাদের, যে ক’টা ছিল বেশ বড় দৃশ্য ছিল। খুব মজা পেয়েছি। অনেক দৃশ্য়ে সংলাপ ছিল না, কিন্তু চোখ দিয়েই অভিনয় করেছেন। যে কোনও দৃশ্যে প্রাণসঞ্চার করতে পারেন কাঞ্চন মল্লিক।'
আরও পড়ুন: মুক্তির ৩০ বছর পর ফের বড় পর্দায় আসছে করণ অর্জুন! কবে রি-রিলিজ করছে শাহরুখ - সলমনের ছবি?
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
আনিস বাজমি পরিচালিত ছবিটি আগামী ১ নভেম্বর মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, কাঞ্চন মল্লিক, প্রমুখ। একাধিক বাঙালি অভিনেতাদের দেখা যাবে এই সিনেমায়। প্রসঙ্গত ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির আগের দুটো ছবি বক্স অফিসে দারুণ হিট করেছিল। এবার আসল মঞ্জুলিকা ফেরায় সেই ব্যবসা আরও বাড়ে কিনা সেই দিকেই তাকিয়ে আছেন সবাই।