উৎসবের মরসুমেই কাঞ্চন মল্লিকের ঘরে খুশির ঝিলিক। কালীপুজোর দুদিন পরদিনই মা হয়েছেন শ্রীময়ী। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কাঞ্চনের তৃতীয় স্ত্রী। একরত্তি কৃষভিকে ঘিরেই এখন দুজনের জগত। মেয়ের বাবা হওয়ার দারুণ খুশি তারকা বিধায়ক।
গত শনিবার সকালেই শ্রীময়ীর মা হওয়ার জল্পনা মাথাচাড়া দিয়েছিল, আর ওই দিন সন্ধ্যাতেই সন্তানের জন্ম দেন কাঞ্চন ঘরণী। পার্কস্ট্রিট লাগোয়া এক বেসরকরি হাসপাতলে মেয়ের মা হয়েছেন শ্রীময়ী। সোমবার সকালেও শ্রীময়ীর ইনস্টাগ্রাম স্টোরিতে ধরা পড়েছে আদুরে মুহূর্ত। সেখানে বউয়ের গালের কাছে গাল এনে পোজ দিচ্ছেন কাঞ্চন। হাসপাতালের বিছানায় শুয়ে শ্রীময়ী।
রবিবার বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এনে মাতৃত্বের অনুভূতি ভাগ করে নিয়েছিলেন শ্রীয়মী। এবার জানালেন প্রেগন্যান্সির খবর চেপে রাখার আসল কারণ। টিভি নাইন বাংলাকে নতুন মা জানান, ‘আমাদের আমাদের সম্পর্ককে অনেক কটাক্ষ করা হয়েছে, আমি চাই না আমাদের সন্তান আসার আগেই তাকে নিয়ে চর্চা শুরু হয়ে যাক’।
আসলে কাঞ্চন মল্লিক কোনওভাবেই চাননি শ্রীময়ীর অন্তঃসত্ত্বা খবর বাইরে আসুক। শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে কম কটাক্ষের শিকার হননি কাঞ্চন, বয়সে ছোট অভিনেত্রীকেও নানান কটূক্তির মুখে পড়তে হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় সবরকম নেতিবাচকতা থেকে স্ত্রীকে দূরে রাখতে চেয়েছিলেন অভিনেতা। হিন্দুস্তান টাইমস বাংলাকে এই প্রসঙ্গে তিনি শনিবার রাতে বলেন, ‘আমিই আসলে শ্রীময়ীকে বারণ করেছিলাম খবরটা কাউকে জানাতে। জানি না কোথা থেকে খবরটা ফাঁস হয়ে গিয়েছিল। আসলে বুঝতেই তো পারছেন…. এই সময়টা। আসলে আমার চাপে পড়েই ও সকালেও মিথ্যে বলেছে যে অন্তঃসত্ত্বা খবর ভুয়ো'।
শনিবার সন্ধ্যে ৭টা ১৫ মিনিট নাগাদ কন্যা সন্তানের মা হন শ্রীময়ী। কাঞ্চন সেই প্রসঙ্গ বলেন, ‘আমি ছিলাম ওটি-তে শ্রীময়ীর পাশে। আই অ্যাম সো সো হ্যাপি (হাসি)। মা লক্ষ্মী এল ঘরে…. আমার বাড়িতে কালীপুজো হয়। আজ অন্নকূট, ও মা লক্ষ্মী। সবাই ওঁর জন্য প্রার্থনা করুন। যেন ওহ ভালো থাকে’।
বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনে সোশ্যালে শ্রীময়ী লেখেন, 'এটা লম্বা একটা সফর….টানা ৯ মাসের জার্নি। বহু আবেগঘন মুহূর্ত রয়েছে। শারীরিক দিক থেকেও ওঠাপড়া লেগে থেকেছে। আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়েচড়ে উঠত। এই অনুভূতি সত্যিই অসাধারণ। অবশেষে সেই অপেক্ষা শেষ, আমার পরী এখন আমার সামনে, ওকে নিজের চোখে দেখার পরে বুঝেছি, সেই সব যন্ত্রণা, আবেগের ওঠাপড়া এই আনন্দের কাছে কিছুই না'।
নাম জানিয়েছেন ইতিমধ্যেই আপতত, কৃষভির প্রথম ঝলকের অপেক্ষায় নেটপাড়া।