গত ২ নভেম্বর কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের সংসারে এসেছে নতুন সদস্য, তাঁদের মেয়ে কৃষভি। বিয়ের মাত্র আট মাসের মধ্যেই বাড়ল তাঁদের পরিবার। বর্তমানে সেই একরত্তির মাত্র সপ্তাহখানেক বয়স, সে এখনই কাউকে খুঁজে বেড়াচ্ছে বলেই জানালেন তার মা। কিন্তু কে সেই ব্যক্তি?
আরও পড়ুন: চ্যানেলের সঙ্গে ফেডারেশনের সংঘাতের জের! একসঙ্গে বন্ধ ৩ নতুন ধারাবাহিকের শ্যুটিং, কী নিয়ে সমস্যা?
কী পোস্ট করলেন শ্রীময়ী চট্টরাজ?
শ্রীময়ী চট্টরাজ এদিন যে পোস্ট শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সেটা আদতে তাঁর এক বন্ধুর শেয়ার করা, তিনি কেবল মাত্র রিশেয়ার করেছেন। আর সেই পোস্ট থেকেই জানা যাচ্ছে অভিনেত্রী তাঁর সেই বন্ধুকে তাঁদের বাড়ি যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তাঁর মেয়েকে দেখার জন্য। লিখেছেন, 'ছোট্ট কৃষভি তোকে খুঁজছে।' তাঁর বন্ধুও উত্তরে জানিয়েছেন তিনি যাবেন সেখানে শীঘ্রই, কারণ তাঁর 'ছোট্ট পুচকু তাঁকে ডাকছে।'
প্রসঙ্গত মেয়ের জন্মের পর সেই সুখবর ঘোষণা করে কাঞ্চন এবং শ্রীময়ী লেখেন, 'এই শুভ মুহূর্তে আমাদের জীবনের সেরা খবরটা আমরা জানাতে পেরে গর্বিত। আমরা এখন তিন জনের পরিবার….আমাদের মেয়ে কৃশবিকে আর্শীবাদ করবেন।' একই সঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সন্তানের জন্মের বিষয়ে জানিয়েছেন, 'এখনও পর্যন্ত বুঝতে পাারছি না যে আমি মা হয়ে গিয়েছি। ওকে দেখলে কেমন যেন পুতুলের মতো লাগছে, বাড়ি আসার পর থেকে ও বৃহস্পতিবার গোটা দুপুর জাগিয়ে রেখেছে। খিদে পেলে চিৎকার করে কাঁদছে। হয়ত ঠিক বুঝতে পারছে না নতুন জায়গা বলে! তবে রাত জাগার বিষয়ে কাঞ্চন কিন্তু এক্কেবারে তৈরি। আমি রাত জাগার কথা বলতেই বলল, এইরকম বলিস না, তুইও একদিন রাত জাগিয়েছিস। ওকে কোলে নিয়ে নেব। শুধু রাত জাগা নয়, কঞ্চন তো ন্যাপি বদলানো থেকে শুরু করে মেয়ের জন্য সবকিছু করতে প্রস্তুত। ৪০ বার দেখে আসছে মেয়ে কী করছে! ওর কোনও অসুবিধা হচ্ছে নাকি! কাঞ্চন মেয়েকে নিয়ে অবসেশড। সারাক্ষণ সিসিটিভিতে মেয়েকে নজর রাখছে।'
আরও পড়ুন: প্রিয়জন হারানোর ব্যথায় কাতর শ্রীলেখা, কার জন্য লিখলেন, 'মনে হয় এই তো পাশেই ছিল...'
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এরপর মার্চ মাসে তাঁরা সামাজিক বিয়ে করেন। ২ নভেম্বর ভূমিষ্ট হয় তাঁদের প্রথম সন্তান।