বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreemoyee-Kanchan: বিয়ের ৫ মাস পার! ‘গুণে গুণে তিনবার হয়ত….’, কাঞ্চনের কোন স্বভাবে বিরক্ত ‘কচি বউ’ শ্রীময়ী?

Sreemoyee-Kanchan: বিয়ের ৫ মাস পার! ‘গুণে গুণে তিনবার হয়ত….’, কাঞ্চনের কোন স্বভাবে বিরক্ত ‘কচি বউ’ শ্রীময়ী?

বিয়ের ৫ মাস পার! ‘গুণে গুণে তিনবার হয়ত….’, কাঞ্চনের কোন স্বভাবে বিরক্ত শ্রীময়ী?

Sreemoyee-Kanchan: ‘কাঞ্চন একেবারে পজেসিভনেস দেখায় না। বোঝায়ও না', দাম্পত্য নিয়ে বেফাঁস কাঞ্চনের তৃতীয় বউ। 

তাঁদের বিয়ে থেকে হানিমুন, সব নিয়েই চর্চার শেষ নেই! হবে নাই বা কেন? ৫৩ বছরের কাঞ্চন মল্লিকের সঙ্গে বছর ২৬-এর শ্রীময়ী চট্টরাজের পরকীয়া একটা সময় সংবাদ শিরোনামে এসেছিল। সেই সময় নিজেদের সম্পর্ককে স্বীকার করে না হলেও দ্বিতীয় বউকে ডিভোর্স দেওয়ার মাস ঘুরতেই তিন নম্বর বিয়েটা সেরে নেন কাঞ্চন।

একে জনপ্রতিনিধি, তার উপর আবার শোবিজ ইন্ডাস্ট্রির মানুষ- কাঞ্চনের দাম্পত্য জীবন এখন আলোচনার কেন্দ্রে। ট্রোলিং, কটাক্ষকে পাত্তা না দিয়ে দিব্যি সংসার করছেন দুজনে। শ্রীময়ী সদ্য় জানিয়েছেন, বিয়ের পর নাকি তাঁর ফলোয়ার বেড়ে গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের খুঁটিনাটি নিয়ে কথা বলতে শোনা গেল শ্রীময়ী-কাঞ্চনকে।

আরও পড়ুন-‘বুনো ওলের জন্য বাঘা তেঁতুল-ই লাগে, আর আমি একটু ত্যাঁদড় টাইপের’, শ্রীময়ীকে টেনে এসব কী বললেন কাঞ্চন!

বউ-ভাগ্য মন্দ নয় কাঞ্চনের। শ্রীময়ীর প্রশংসায় হামেশাই পঞ্চমুখ তিনি। তবে বরের নামে নালিশ ঠুকতে ভুললেন না শ্রীময়ী। তাঁর দাবি কাঞ্চন নাকি বড্ড ‘মুখচোরা’। সঞ্চালিকা জানতে চেয়েছিলেন, দুজন দুজনের প্রতি কতখানি পজেসিভ? জবাবে শ্রীময়ী বললেন, ‘কাঞ্চন একেবারে পজেসিভনেস দেখায় না। বোঝায়ও না। কাঞ্চন হচ্ছে খুব নরম স্বভাবের। এটা ভাল গুণও বলতে পারো, খারাপ গুণও বলতে পারো। কাঞ্চন হচ্ছে মুখ চোরা। খুব কম দিন হয়েছে… হয়ত ও গুণে গুণে তিন বার আমাকে আই লাভ ইউ বলেছে। না, ওর মধ্যে নেই সেটা। কিন্তু প্রেমিক মানুষ। প্রেমটা আছে। কিন্তু সমস্যা হচ্ছে ও পজেসিভনেসটা দেখায় না। কিন্তু যখন পরিস্থিতি তৈরি হয়, তখন ও বুঝিয়ে দেয়, আমার মনে হচ্ছে কোথাও আমি অসুরক্ষিত।’

বউয়ের এই অভিযোগ মাথা পেতে নিলেন কাঞ্চন। চুপটি করে বসে শুনলেন সবটা। নেটিজেনরা অবশ্য হেসেখুন শ্রীময়ীর কথা শুনে। একজন লেখেন, ‘বাব্বা মুখচোরা হয়েই তিনটে বিয়ে! আমরা তো একটাও হচ্ছে না’। আরেকজন লেখেন, ‘উফ ন্যাকামো আর ন্যাকামো’। 

শ্রীময়ী-কাঞ্চনের অসম বয়সী সম্পর্ক নিয়ে বিদ্রুপ ধেয়ে এলেও, সে নিয়ে ভাবিত নন কাঞ্চন। আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘কেন অসমবয়সী, কেন এই কেন সেই? আমার সম্পর্কটা নিয়ে এত কাটাছেঁড়া করার কোনও দরকার নেই। আপনারা আমার কেউ নন! এবং এই অপারেশন না করে পাশের বাড়ি, বাঁ নিজের বাড়ি যেখানে ছেলেমেয়েরা দূরদূর করে বাবা-মা’কে তাড়িয়ে দিচ্ছে, যান গিয়ে ক্ষমতা থাকলে সেটা আটকান। আমার সম্পর্ক নিয়ে আপনি ভাবলেও আমার বিপ, না ভাবলেও আমার বিপ। ক্ষমতা থাকলে আমার প্ল্যাটফর্মে আসুন। আসুন যোগ্যতা দিয়ে প্রমাণ হবে। হাজার ওয়াট আলোর সামনে মেকআপ করে মনোলগ বলুন, দেখি কত বড় শাহরুখ খান আপনি হয়েছেন, দেখি কত বড় বৈজয়ন্তী মালা আপনি?’’

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.