টলিউডের অন্যতম চর্চিত কাপল তাঁরা। তাঁদের বিয়ে থেকে শুরু সম্পর্ক কোনও কিছু নিয়েই চর্চার অন্ত নেই। পড়েছেন বিস্তর কটাক্ষ, সমালোচনার মুখে। তবুও সেসবকে উপেক্ষা করে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা। কারা? শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। কিন্তু এদিন বিয়ের বছর ঘোরার আগে স্বামীকে নিয়ে কী অভিযোগ করলেন অভিনেত্রী?
আরও পড়ুন : নিন্দকদের মুখে ছাই দিয়ে একসঙ্গে অভিষেক - ঐশ্বর্য! ডিভোর্সের জল্পনা উড়িয়ে জুটি বেঁধে গেলেন কোথায়?
আরও পড়ুন : দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে ঠাঁই পেল না সন্তান! পুষ্পা ২ -র দাপটে খাদানের সঙ্গে বিপদে রাজের ছবিও
কাঞ্চনকে নিয়ে কী জানালেন শ্রীময়ী?
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রীময়ী কাঞ্চনের তারিফ করে বলেন, 'ও একেবারেই সোনার টুকরো বর।' যদিও স্ত্রীকে মাঝপথে থামিয়ে কাঞ্চন বলে ওঠেন, 'গড় বরকে ও বরে পরিণত করেছে।' এরপরই তাঁরা ঝগড়া প্রসঙ্গে জানান তাঁরা কোনও চ্যাট ফ্যাট করে ঝগড়া করেন না। অভিনেতার কথায়, 'কথায় আছে হাত থাকতে মুখ কেন, তেমনি মুখ থাকতে চ্যাট কেন?' এর জবাবে শ্রীময়ী যোগ করে বলেন, 'আমাদের মুখেই ঝগড়া হয়। কাঞ্চন যদিও ঝগড়া করে না। কাঞ্চন হাজারটা সরি বলে।'
বিয়ের এখনও বছর ঘোরেনি এর মধ্যেই স্বামীর নামে মজা করে নালিশ ঠুকলেন অভিনেত্রী। জানালেন, 'কাঞ্চন গিফট দেয় না। ও আসলে গিফট দেওয়ার সময় শাড়ির সাইজটা বুঝতে পারে না। কাঞ্চন রুমালের সাইজ বুঝতে পরে না। ও মেয়েকে গিফট দেয় এটাই বরং বেটার।'
কাঞ্চন এবং শ্রীময়ীর প্রসঙ্গে
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আইনি ভাবে গাঁটছড়া বেঁধেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এরপর ২ মার্চ সামাজিক বিয়ে করেন তাঁরা। নভেম্বরে জন্ম হয়েছে তাঁদের মেয়ে কৃষভির।
আরও পড়ুন : স্কুলে ফিরেই নস্টালজিক বেদাং! বললেন, 'একসময় আলিয়া ভাটকে এসকর্ট করে নিয়ে এসেছিলাম, আজ আমিই অতিথি'
আরও পড়ুন : 'আর বসন্ত এসে গেছে গাইতে ভালো লাগে না' লগ্নজিতার! অকপটে স্বীকার করতেই কী বুদ্ধি দিয়েছিলেন সুরজিৎ?