১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনই ঠিক একবছর আগে আইনি ভাবে বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। তাই সেদিক থেকে দেখতে গেলে ভি -ডেতেই তাঁরা প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করলেন। আর এই ভালোবাসার দিনই কাঞ্চনের কচি বউ তাঁর উদ্দেশ্যে লিখলেন, ‘আমি তোমার পারমানেন্ট ভ্যালেন্টাইন’।
ভালোবাসার দিনে নিজেদের কিছু ছবি সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে বরে উদ্দেশ্যে লেখেন আদুরে বার্তা। তিনি লেখেন, ‘আমার ভালোবাসার কোনও বিশেষ দিন নেই, আমি প্রতিদিন প্রেমে পড়তে ভালোবাসি, আমি প্রতিদিন তোমার প্রেমে পড়ি মি. মল্লিক। কিন্তু আমি কি করতে পারি? আজ আমি আনুষ্ঠানিকভাবে, আইনত, পারমানেন্টলি তোমার ভ্যালেন্টাইন। তাই আমি বলতে চাই হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে, তুমি আনুষ্ঠানিক ভাবেও আমারই ভালোবাসা।'
দেখতে দেখতে তাঁদের আইনি বিয়ের একবছর পূর্ণ হল। তবে তাঁদের প্রেম নিয়ে চর্চার শেষ নেই। ২০২৪ সালে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ সাতপাকে বাঁধা পড়েছিলেন। তারপর এই বছরেই মেয়ে কৃষভি তাঁদের কোল আলো করে এসেছে ছিল। তবে এই সব কিছুর মধ্যেও বিতর্ক তাঁদের পিছু ছাড়েনি। মাঝে মাঝেই নেটিজেদের থেকে তাঁদের দিকে ধেয়ে এসেছে নানা কটূক্তি। কিন্তু সে সব ঝেড়ে ফেলে সব সময় হাসি মুখে নিজেদের সংসার আর প্রেম নিয়ে অকপট থেকেছেন শ্রীময়ী-কাঞ্চন।
আরও পড়ুন: 'রিজেকশন খুব কম এসেছে আমার জীবনে…', কাজ থেকে অঙ্গনার সঙ্গে প্রেম, অকপট রোহন
প্রসঙ্গত, এর আগেও দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন কাঞ্চন মল্লিক। তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্য চলেছে। তবে তাঁদের দাম্পত্য় কলহের খবর সামনে আসে ২০২১ সালে। স্বামীর বিরুদ্ধে পরকীয়ায় জড়ানোর অভিযোগ আনেন পিঙ্কি, যদিও সেই সময় সেই অভিযোগ অস্বীকার করেছিলেন কাঞ্চনের নতুন বউ শ্রীময়ী চট্টরাজ। প্রকাশ্যে কাদা ছোড়াছোড়িও কম হয়নি সেই সময়। তখন অবশ্য কাঞ্চন মল্লিক দাবি করেছিলেন যে ৯ বছরের দাম্পত্যে মাত্র ২০ দিন একসঙ্গে থেকেছেন তাঁরা। তারপর জট কাটিয়ে তাঁদের ডিভোর্স হয়। খোরপোসও নেন অভিনেত্রী পিঙ্কি ও কাঞ্চনের একটি পুত্র সন্তানও রয়েছে, তাঁর নাম ওশ। ওশের এখন ১০ বছর।
আরও পড়ুন: 'আমি যে সব পরিস্থিতির মুখোমুখি হয়েছি, নতুনদের সঙ্গে যেন তেমনটা না ঘটে', অকপট সৌরভ