গত বছর ১৪ ফেব্রুয়ারি খাতায় কলমে বিয়েটা সেরেছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এই বছর রেজিস্ট্রি ম্যারেজের বর্ষপূর্তি এবং বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বেশ জমাটি ভাবে কাটাতে দেখা গেল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে। এদিন তাঁদের সেই উদযাপনের আরও একটি ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী।
আরও পড়ুন: বক্স অফিস জুড়ে দাপট ভিকির! ৩ দিনেই টপকে গেল ১০০ কোটি, রবিতে কত আয় করল ছাবা?
কী ঘটেছে?
এদিন শ্রীময়ী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি কাঞ্চনের গলা জড়িয়ে নাচছেন। ডুবে রয়েছেন বেটার হাফের চোখে। পানীয়র গ্লাস হাতে তিনি যে এদিন তাঁরা বেশ রোম্যান্টিক মুডে ফ্লোর মাতিয়েছেন সেটা বলাই যায়। নাচ শেষ বরকে জড়িয়ে চুমুও খেতে দেখা যায় অভিনেত্রীকে।
এদিন শ্রীময়ী চট্টরাজের পরনে চুল লাল সিল্কের বডিকন গাউন। তাতে হল্টার নেক ডিজাইন দেখা যায়। গলায় পরেছিলেন মুক্তোর হার। হাতে ছিল ঘড়ি। চুল খোলাই রেখেছিলেন। স্মোকি আইজ এবং হালকা সাজে বেশ সুন্দরী দেখাচ্ছিল তাঁকে। অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল সাদা শার্ট, নীল ব্লেজার এবং প্যান্ট।
কাঞ্চন-শ্রীময়ীর আইনি বিয়ের বর্ষপূর্তি
এদিন শ্রীময়ী চট্টরাজ বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাঁদের আইনি বিয়ের বর্ষপূর্তি উদযাপনের। সেখানে দেখা গেল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিলে রাখা কেক কেটে সেলিব্রেট করতে দেখা গেল তারকা জুটিকে। বাজি ফাটল, আবার শ্রীময়ীকে গোলাপ দিয়ে প্রেম নিবেদনও করেন কাঞ্চন। আর তারপরই একদম রাজ-শুভশ্রীর স্টাইলে শ্রীময়ীর ঠোঁটে প্রকাশ্যেই ঠোঁট রাখলেন কাঞ্চন।
নিজেদের এই বিশেষ দিনটা আরও বিশেষ করে তুলেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রেখেই দেখা গেল ফুল, আলো, বেলুনে সাজানো খাট। হ্য়াঁ, ঠিকই ধরেছেন ওই দিনটিতে এক্কেবারে দ্বিতীয় ফুলশয্যার ব্যবস্থাও করে ফেলেছিলেন তারকা জুটি। এই সেলিব্রেশনে আমন্ত্রিত ছিলেন তারকা জুটির একান্ত ঘনিষ্ঠরাই।
আরও পড়ুন: প্রয়াত 'কাছে আসার পর' খ্যাত শাহবাজ সানি! শোকপ্রকাশ করে দুঃসংবাদ দিলেন অপূর্ব, কী হয়েছিল?
আরও পড়ুন: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অমিতাভের জামাইয়ের নামে! জালিয়াতির কেসে অভিযুক্ত নিখিল নন্দা